ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাকিবের চার বলে ২ উইকেট

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ৯ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাকিবের চার বলে ২ উইকেট

হায়দরাবাদে অভিষেকেই দুর্দান্ত বোলিং করলেন সাকিব আল হাসান

ক্রীড়া ডেস্ক : প্রথম তিন ওভারে কোনো উইকেট পাননি। সাকিব আল হাসান চমকটা জমিয়ে রেখেছিলেন বোধহয় শেষ ওভারের জন্য। নিজের কোটার শেষ ওভারে চার বলের মধ্যে নিলেন ২ উইকেট!

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে নিজের প্রথম ম্যাচে আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন সাকিব।

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে । ইনিংসের চতুর্থ ওভারে প্রথমবার আক্রমণে এসে সাকিব খরচ করেন মাত্র ৬ রান। নিজের পরের ওভারেও নিয়ন্ত্রিত বোলিং করে দেন আরো ৬ রান। তৃতীয় ওভারেও কোনো উইকেট পাননি সাকিব। তার এই ওভার থেকে আসে ৮ রান।



প্রথম তিন ওভারে ২০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব।  বাঁহাতি স্পিনার নিজের শেষ ওভারটি করতে আসেন ইনিংসের ১৪তম ওভারে। প্রথম বলে কোনো রান নিতে পারেননি রাহুল ত্রিপাঠী। সাকিব পরের বলটা করলেন গুড লেংথে। উড়িয়ে মারতে গিয়ে লং অনে মনিশ পান্ডের হাত ক্যাচ দিয়ে ফিরলেন ত্রিপাঠী।

পরের দুই বলে দেন ২ রান। অফ স্টাম্পের বাইরে করা পঞ্চম বলে রশিদ খানের দারুণ ক্যাচে ফেরেন ইনিংস সর্বোচ্চ ৪৯ রান করা সঞ্জু স্যামসন। এই ওভারে মাত্র ৩ রান দিয়ে সাকিব নেন ২ উইকেট।

সাকিব আইপিএলে ২০১১ সাল থেকে প্রতিবারই খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে। এবারই প্রথম দল বদল হয়ে খেলছেন হায়দরাবাদে। বাংলাদেশের অলরাউন্ডার হায়দরাবাদে অভিষেকেই দুর্দান্ত বোলিং করলেন। এবার ব্যাটিংয়ের পালা। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা রাজস্থানকে ১২৫ রানেই বেঁধে ফেলেছে হায়দরাবাদ। 




রাইজিংবিডি/ঢাকা/৯ এপ্রিল ২০১৮/পরাগ   

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়