ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

জুনে এসিসির দায়িত্ব পাচ্ছেন নাজমুল হাসান

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ১৮ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জুনে এসিসির দায়িত্ব পাচ্ছেন নাজমুল হাসান

ক্রীড়া প্রতিবেদক : বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। জুনেই তার হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে।

এসিসির সবশেষ সভায় বাংলাদেশ থেকে এসিসি সভাপতির নাম চেয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের বুধবারের সভায় সবার সম্মতিতে অনুমোদিত হয়েছে সভাপতি নাজমুল হাসানের নাম।

বাই রোটেশন বাংলাদেশ থেকে এসিসির সভাপতি হচ্ছে। ২০১৬ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান এসিসিরি দায়িত্ব পান। দুই বছর তিনি দায়িত্ব পালন করেছেন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘এসিসিতে সামনের সভাপতি হবে বাংলাদেশ থেকে। ওখানে একটা নাম সুপারিশ করতে হবে আমাদের থেকে। আজকের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে আমার নামটাই পাঠানো হচ্ছে বাংলাদেশ থেকে।’

এর আগে এসিসিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের আনিসুল ইসলাম মাহমুদ, আলী আসগর লবি ও আ হ ম মুস্তফা কামাল।



রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৮/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়