ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফল খারাপ হওয়ায় ৭ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ৬ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফল খারাপ হওয়ায় ৭ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে এসএসসি পরীক্ষার ফল খারাপ হওয়ায় সাত ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ছয়জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ রোববার এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এতে আশানুরূপ ফল না পেয়ে কেউ বিষপানে, কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী।

এমন সাতজনকে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে রোকেয়া বেগম। সে সদর উপজেলার হরিদেবপুর এলাকার আজহারুল ইসলামের মেয়ে।

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে- রংপুর শহরের উত্তর হাজিরহাট এলাকার মহিদুল ইসলামের মেয়ে খাদিজা বেগম, দেওডোবা এলাকার রইচ উদ্দিনের মেয়ে শারমিন আক্তার, গঙ্গাচড়া এলাকার তাইজুল ইসলামের মেয়ে তানজিনা আক্তার, পীরগাছা উপজেলার আবদুস ছালামের মেয়ে সমাপ্তি, নগরীর সেনপাড়ার অলক রায়ের মেয়ে প্রীতি রায় এবং রংপুর নগরীর তাজহাট এলাকার গনেশ রায়ের মেয়ে শিবা রানী।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোখলেছুর রহমান জানান, এসএসসির ফল ভালো না হওয়ায় ক্ষোভে-দুঃখে ছাত্রীরা আত্মহত্যার চেষ্টা করে। এদের মধ্যে একজন মারা গেছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।



রাইজিংবিডি/র্ংপুর/৬ মে ২০১৮/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়