ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টাঙ্গাইলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৯, ১৭ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত ও পুলিশের এসআইসহ চার পুলিশ আহত হয়েছেন।

মঙ্গলবার ভোররাতে টাঙ্গাইল শহরের কুমুদিনী কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- অপহৃত জান্নাতুল ফেরদৌস বন্যা (১৯), তার চাচা মিরাজুল ইসলাম (৬০) ও খালাতো ভাই ফারুক (৪২)। তাদের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ভাটিবন্দর এলাকায়।

এ দুর্ঘটনায় আহতরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার এসআই তানভীর (৩৩), এএসআই হাবিব (৩০), পুলিশ কনস্টেবল আজাহার (৪৫) ও মাইক্রোবাস চালক আখতার (৩৫)।
 


টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউর রহমান জানান, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার পুলিশের একটি দল রাজশাহীর বাগমারা থেকে অপহৃত জান্নাতুল ফেরদৌস বন্যাকে উদ্ধার করে নিয়ে আসার সময় শহরের কুমুদিনী কলেজ মোড়ে পৌঁছলে তাদের বহনকারী মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই বন্যা, তার চাচা ও খালাতো ভাইসহ তিনজন নিহত হন। এ ছাড়া, পুলিশের একজন এসআই, একজন এএসআই, একজন কনস্টেবল ও মাইক্রোবাস চালক গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতদের লাশ টাঙ্গাইল মর্গে রাখা হয়েছে এবং দুর্ঘটনার কবলিত মাইক্রোবাসটি পুলিশ উদ্ধার করেছে।



রাইজিংবিডি/টাঙ্গাইল/১৭ জুলাই ২০১৮/শাহরিয়ার সিফাত/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়