ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিশ্বকাপের পর শুধু টেস্ট খেলবেন স্টেইন

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৩, ২৭ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপের পর শুধু টেস্ট খেলবেন স্টেইন

ক্রীড়া ডেস্ক: ২০১৯ বিশ্বকাপের পর সীমিত পরিসরের ক্রিকেট ছাড়ার কথা ভাবছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। তবে টেস্ট ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে ডানহাতি পেসারের।

বৃহস্পতিবার মুম্বাইয়ে এক অনুষ্ঠানে স্টেইন বলেছেন,‘আমি ইংল্যান্ড বিশ্বকাপ খেলার চেষ্টা করবো। কিন্তু বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার হয়ে সাদা বলের ক্রিকেটে নিজেকে দেখছি না।  পরবর্তী বিশ্বকাপ আসতে আসতে আমার বয়স ৪০ হয়ে যাবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৬ সালের অক্টোবরে শেষ ওয়ানডে খেলেছিলেন স্টেইন। ইনজুরির কারণে দল থেকে বাদ পড়লেও এখন ওয়ানডে দলে সুযোগ পাচ্ছেন না। কোচ ওটিস গিবসন তাকে ওয়ানডের জন্য বিবেচনা করছেন না। ডানহাতি দ্রুতগতির এ বোলারকে টেস্ট ক্রিকেটে পুরোপুরি ফিট চাচ্ছেন গিবসন। শ্রীলঙ্কার বিপক্ষে সম্প্রতি টেস্ট সিরিজ খেললেও পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দলে স্টেইনের জায়গা হয়নি।

ওয়ানডে দলে এই মুহূর্তে জায়গা না পেলেও স্টেইনের বিশ্বাস বিশ্বকাপের দলে ঠিকই জায়গা করে নেবেন তিনি। স্টেইনের বিশ্বাস, তার অভিজ্ঞতা দলের কাজে আসবে। এক প্রশ্নের জবাবে স্টেইন বলেন,‘আপনি যদি আমাদের দলের ব্যাটিং অর্ডার দেখেন, প্রথম ছয়জন যারা আছে তারা প্রত্যেকেই প্রায় এক হাজার ম্যাচ খেলে ফেলেছে। কিন্তু শেষ দিকের যেমন, আট থেকে এগার পর্যন্ত যারা আছেন তারা কেউই ১৫০ এর বেশি ম্যাচ খেলেনি। এই জায়গায় অভিজ্ঞ কাউকে অবশ্যই লাগবে। আশা করছি বিশ্বকাপে আমি দক্ষিণ আফ্রিকা দলের ট্রামকার্ড হয়ে উঠব। আমাকে সব ম্যাচে খেলতে হবে এমনও নয়। আমার অভিজ্ঞতা দলের কাজে আসবে। আমি শুধু দলের সঙ্গে থাকতে চাই।’

ওয়ানডে ছাড়ার কথা ভাবলেও টেস্ট ক্রিকেট ছাড়ার কোনো চিন্তা নেই তার। স্টেইনের ভাষ্য,‘টেস্ট ক্রিকেট নিয়ে আসলে কখনোই চিন্তা করি না। যতদিন পারি খেলতে চাই। বেশ কয়েকটি ইনজুরি কাটিয়ে এসেছি। আমি এখন সম্পূর্ণ ফিট। শ্রীলঙ্কার বিপক্ষে কোনো চোট ছাড়াই খেলেছি। বোলিংয়ে ভালো গতি ছিল এবং একবারও মাঠ ছেড়ে উঠে যায়নি। এটা আমার জন্য অনুপ্রেরণা।’

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়