ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অনুশীলন বাদ দিয়ে জিম করেছে বাংলাদেশ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ৫ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনুশীলন বাদ দিয়ে জিম করেছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে সুফিল-তপু বর্মনরা। আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

এই ম্যাচকে সামনে রেখে বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু নির্ধারিত অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ। তারা অনুশীলন না করে জিম করেছে। এদিকে পাকিস্তান দল দুপুর ১টা ৪৫ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মাঠে অনুশীলন করেছে। বাংলাদেশের বিপক্ষের ম্যাচকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করেছে।



পাকিস্তান প্রায় চার বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে। নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই নেপালের বিপক্ষে জয় তুলে নিয়েছে তারা। এই জয়ের ফলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ আছে পাকিস্তানের সামনেও। বাংলাদেশ কিংবা পরের ম্যাচে ভুটানকে হারাতে পারলে সাফ চ্যাম্পিয়নশিপের দ্বাদশ আসরে সেমিফাইনাল খেলতে পারবে সাদ্দাম-মোহাম্মদ আলীরা।



রাইজিংবিডি/ঢাকা/৫ সেপ্টেম্বর ২০১৮/আমিনুল/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়