ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘পুলিশ নিরপেক্ষ থাকবে’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ১০ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পুলিশ নিরপেক্ষ থাকবে’

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ নিরপেক্ষ থাকবে। তারা নির্বাচনকে সফল করার দায়িত্ব পালন করবে।

সোমবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগর থানার নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনে পুলিশ থাকবে নির্বাচন কমিশনের অধীনে। আওয়ামী লীগ সরকারের ১০ বছরে অনেক নির্বাচন হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। পুলিশ সফলভাবে দায়িত্ব পালন করেছে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘৫০ বছর পর পুলিশের রূপ কেমন হবে তা এখনই ভাবা হচ্ছে। সে কারণে সুযোগ-সুবিধা অনুযায়ী বিভিন্ন থানার নতুন নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। জঙ্গিরা বিভিন্ন সময় বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা করেছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতায় তা সম্ভব হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চিকিৎসকরা যদি মনে করেন, খালেদা জিয়ার চিকিৎসা দরকার তাহলে সে অনুযায়ী সরকারিভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১০ সেপ্টেম্বর ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়