ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

৫০৮৮ কোটি টাকা ব্যয়ে ২২ ক্রয় প্রস্তাব অনুমোদন

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ১৯ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৫০৮৮ কোটি টাকা ব্যয়ে ২২ ক্রয় প্রস্তাব অনুমোদন

বিশেষ প্রতিবেদক : পদ্মার অব্যাহত ভাঙন থেকে নড়িয়া ও জাজিরা উপজেলাকে রক্ষায় এক হাজার ৭৭ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার টাকার একটি প্রকল্পসহ মোট ৫০৮৮ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ২২টি উন্নয়ন প্রকল্পের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মৎ নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় পর্যায়ে ওসিপি, মরক্কো ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির অধীনে ১ম লটে ২৫ হাজার টন ডিএপি সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৯৩ কোটি ২২ লাখ টাকা।

বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ আইন), ২০১০ এর আওতায় ‘রূপকল্প-১’ শীর্ষক প্রকল্পের অধীনে ‘শ্রীকাইল ইস্ট #১’ কূপ খনন এলাকায় রিগ লেগ, মেশিনারি ফাউন্ডেশন, ওয়েল সাইট ইয়ার্ড এবং ক্যাট ওয়ার্ক (লট#৩) নির্মান কাজ সম্পাদনের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে তিন কোটি ১১ লাখ টাকা। পণ্য সরবরাহ করবে মেসার্স মারুবেনি অ্যান্ড ব্রাদার্স।’

তিনি বলেন, ‘বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘শতভাগ পল্লী বিদ্যুতায়নের নেটওয়ার্ক সম্প্রসারন (ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট)’ শীর্ষক প্রকল্পের একটি প্যাকেজের আওতায় ৫৪ হাজার ৩৯১টি এসপিসি খুঁটি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১১৭ কোটি ১২ লাখ টাকা। খুুঁটিগুলো সরবরাহ করবে মেসার্স টিএসসি পাওয়ার লিমিটেড।

একই প্রকল্পের আওতায় অন্য একটি লটে ২০ হাজার ২২০ কিলোমিটার কন্ডাক্টর, এসিএসআর, বেয়ার ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ১২১ কোটি ৫১ লাখ টাকা। মেসার্স পলি কেবল ইন্ডাস্ট্রিজ খুঁটিগুলো সরবরাহ করবে।’

বৈঠকে  বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারনের মাধ্যমে ১৫ লাখ গ্রাহক সংযোগ’ শীর্ষক প্রকল্পের একটি প্যাকেজে ৩৫ হাজার ৫০৮ কিলোমিটার কন্ডাক্টর ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত সচিব। তিনি বলেন, ‘এ জন্য ব্যয় হবে ১৬৩ কোটি ২৩ লাখ টাকা। বিআরবি এবং রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ এ পণ্য সরবরাহ করবে।’

নাসিমা বেগম বলেন, ‘সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় বাস্তবয়নাধীন প্রকিউরমেন্ট অব সিভিল ওয়ার্কস কন্ট্রাক্টরস ফর ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের কাজে ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ২৮১ কোটি ৬৮ লাখ টাকা। কনকর্ড ও প্রগতি কনসোর্টিয়াম এ প্রকল্প বাস্তবায়ন করবে।’

তিনি বলেন, ‘যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরন প্রকল্পের একটি প্যাকেজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে একটি গ্রুপে ব্যয় হবে ১২৯ কোটি ১৭ লাখ টাকা এবং অন্যটিতে ব্যয় হবে ১৩৭ কোটি ২৬ লাখ টাকা। মেসার্স তমা কন্সট্রাকশন্স ও মেসার্স তানিম ব্রাদার্স প্রকল্প দুটি বাস্তবায়ন করবে।’

বৈঠকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) কর্তৃক বাস্তবায়নাধীন ‘কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মান’ প্রকল্পের বিভিন্ন কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। এতে ব্যয় হবে ৭৮৯ কোটি ২৪ লাখ ৩৯ হাজার টাকা।

বৈঠকে  ২২৪ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ৭৫ হাজার টন গ্রানুলার ইউরিয়া সার এবং ২২৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে আরো ৭৫ হাজার টন প্রিল্ড ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। মেসার্স প্রোটন ট্রেডার্স এসব সার সরবরাহ করবে। এছাড়ও ‘র‌্যাব ফোর্সেসের জন্য আসকোনায় সদর দপ্তর নির্মানের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ৪৩৭ কোটি ২০ লাখ টাকা।’



রাইজিংবিডি/ঢাকা/১৯ সেপ্টেম্বর ২০১৮/হাসনাত/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়