ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

৩২০ রানের মধ্যে জিম্বাবুয়েকে আটকে রাখতে চায় বাংলাদেশ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ৩ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩২০ রানের মধ্যে জিম্বাবুয়েকে আটকে রাখতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে : সিলেটে প্রথম দিন ৫ উইকেট হারিয়ে ২৩৬ রান তুলেছে জিম্বাবুয়ে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া জিম্বাবুয়েকে বড় সংগ্রহ দিতে চায় না বাংলাদেশ। বাংলাদেশের একাদশের একমাত্র পেসার রাহী শনিবার প্রথম দিন শেষে জানালেন, ৩২০ রানের মধ্যে জিম্বাবুয়েকে আটকে দিতে চায় তারা।

সিলেটের টেস্ট অভিষেকের দিনে ব্যাট-বলের দারুণ লড়াই হয়েছে। দুটি হাফ সেঞ্চুরি আর বাংলাদেশের দুবার জোড়া আঘাতে বড় সংগ্রহ পায়নি জিম্বাবুয়ে। উইকেট ব্যাটিং স্বর্গ হলেও বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত রান পায়নি সফরকারীরা। দ্বিতীয় দিনেও একই বোলিং আক্রমণ ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন লোকাল বয় রাহী।

উইকেটে আছেন পিটার মুর ও চাকাবা। দুজন ষষ্ঠ উইকেট জুটিতে গড়েছেন ৩৫ রানের জুটি। রাহীর মতে এ জুটি ভাঙলেই জিম্বাবুয়েকে বড় স্কোর সংগ্রহের পথে আটকে রাখা সম্ভব। প্রথম দিন শেষ সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসে রাহী বলেছেন, ‘‘ওদের একটা উইকেট পড়লেই কিন্তু টেল এন্ডাররা চলে আসবে। আমার মনে হয় আমাদের লক্ষ্য থাকবে আগে এক উইকেট নেওয়া। সেটা হলে ওদের ৩২০ এর মধ্যে আটকে দিতে পারব। আমাদের লক্ষ্য ৩২০ এর ভেতর অলআউট করা। এই উইকেট শেষের দিকে গিয়ে কিন্তু টার্ন করে। আমরা যদি এগিয়ে থাকতে পারি প্রথম ইনিংসে তাহলে সেকেন্ড ইনিংস মনে হয় না ওরা বেশি করতে পারবে।’’

নিজের প্রথম স্পেলে ৫ ওভার বোলিং করলেও কোনো উইকেট পাননি। কিন্তু ব্রায়ান চারিকে ফেরাতে আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিভিউ চেয়েছিলেন। রিভিউ নষ্ট হলেও উইকেট পেতে দেরি হয়নি তার। মধ্যাহ্ন বিরতির পর প্রথম ওভারেই হাফ সেঞ্চুরির স্বাদ পাওয়া হ্যামিল্টন মাসাকাদজাকে ফেরান রাহী। ঘরের মাঠে প্রথম টেস্ট খেলতে নেমেই প্রথম উইকেটের স্বাদ পান ২৫ বছর বয়সি পেসার। উইকেটের খাতা খোলায় বেশ উচ্ছ্বসিত ডানহাসি পেসার।

‘‘অবশ্যই ভাল লাগছে। টি-টোয়েন্টিতে সিলেটে আমার অভিষেক, মাঠেরও অভিষেক ছিল। টেস্টেও হল। আমি আনন্দিত। উইকেট পেয়ে আরো আনন্দিত। নাম লেখা থাকবে যে উইকেট পেয়েছি। চেষ্টা করব আরও ভাল করতে।’’

সিলেটের এ মাঠে প্রথম শ্রেণির ক্রিকেটে একাধিক ম্যাচ খেলেছেন রাহী। উইকেট সম্পর্কে তার থেকে ভালো কেউ আর জানেন না। প্রথম দিন শেষে উইকেট নিয়ে মূল্যায়ন করেন এভাবে, ‘‘উইকেট বেশ ফ্লাট। এখানে পরিকল্পনার বাইরে বল করা যাবে না। ম্যানেজমেন্ট ভালো বুঝতে পারছে, উইকেটটাতে আসলে ভালো পেস বোলিং হবে না। বেশ কিছু দিন থেকে কিন্তু সিলেটের উইকেট নিয়ে আমাদের ডাউট লাগতেছে কি হবে না হবে! ২০১৩-১৪ তে সিলেটের উইকেট অনেক বাউন্সি ছিল। দুই বছর ধরে এমন হয়ে গেছে। এবার জাতীয় লিগেও আমরা তিন পেসার নিয়ে খেলেছি। দুই পেসার সাত, সাত ১৪ ওভার বল করেছে।’’

প্রথম দিন শেষে লড়াই ফিফটি-ফিফটি হলেও রাহী এগিয়ে রেখেছেন নিজ দলকে। কারণটাও স্পষ্ট করলেন তিনি, ‘অবশ্যই বাংলাদেশকে এগিয়ে রাখব। কারণ এই উইকেটে ওরা কম রানই করছে।’

ব্যাটিং স্বর্গ উইকেটে ২.৫৯ স্ট্রাইক রেটে রান তোলায় আত্মবিশ্বাস পাচ্ছেন রাহী। নিয়ন্ত্রিত বোলিংয়ের ধারা ধরে রাখতে চান দ্বিতীয় দিনেও।



রাইজিংবিডি/সিলেট/৩ নভেম্বর ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়