ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

জিম্বাবুয়ের টার্গেট ৩০০-৩৫০ রান

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ৩ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিম্বাবুয়ের টার্গেট ৩০০-৩৫০ রান

ক্রীড়া প্রতিবেদক : সিলেটে প্রথম দিন লড়াই হয়েছে সমানে-সমান। দিনশেষে ৫ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ২৩৬ রান। এমন ব্যাটিং উইকেটে শেভরনরা রান তুলেছে ২.৫৯ হারে। আগামীকাল দ্বিতীয় দিনে বাংলাদেশ চায় জিম্বাবুয়েকে ৩২০ রানের মধ্যে আটকে দিতে। আর জিম্বাবুয়ে চায় ৩০০ থেকে ৩৫০ রান তুলতে। প্রথম দিন শেষে জিম্বাবুয়ের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন ৮৮ রানের ইনিংস খেল শন উইলিয়ামস। তিনি মনে করছেন আজ ৪ উইকেট হারিয়ে ২৫০-২৬০ রান করতে পারলে তারা এগিয়ে থাকতে পারত।

আগামীকাল তাদের টার্গেট সম্পর্কে বলেন, ‘আসলে এটা নির্ভর করছে আগামীকাল সকালে আমরা কিভাবে শুরু করি সেটার উপর। পিটার মুর ও রেগিস চাকাবার মধ্যকার জুটিটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ইনিংসে আমাদের লক্ষ্য ৩০০ থেকে ৩৫০ রান। তবে আমি নিশ্চিত যে ইনিংস ঘোষণা করার আগেই আমরা অলআউট হয়ে যাব। যদি আমরা দ্রুত রান তুলতে পারি এবং ৪০০ করতে পারি সেটা হবে দারুণ কিছু। সেটা অবশ্য অনেক দূরের পথ।’

সিলেটের ব্যাটিং উইকেটে ২.৫৯ গড়ে রান তুলেছে সফরকারীরা। সে কারণে দিনশেষে তাদের রান ২৩৬ এর বেশি হয়নি। আর একটু দ্রুত রান তুললে হয়তো আজ ২৫০ থেকে ২৬০ রান তুলে দিন শেষ করতে পারত জিম্বাবুয়ে। এমনটাই মনে করছেন শন উইলিয়ামস, ‘আমরা যদি স্পিনটা আর একটু ভালো খেলতে পারতাম তাহলে রান দ্রুত বাড়ত। সেক্ষেত্রে আমরা দিনশেষে এগিয়ে থাকতে পারতাম। ৪ উইকেট হারিয়ে ২৫০ থেকে ২৬০ রান করতে পারলে দারুণ হত আমাদের জন্য। এই উইকেটে প্রথম ইনিংসে বড় সংগ্রহ দলকে এগিয়ে রাখতে সহায়তা করবে।’

সিলেটের পিচের প্রশংসা করে ১২ রানের জন্য সেঞ্চুরি মিস করা উইলিয়ামস বলেন, ‘আমি মনে করি আদর্শ টেস্ট উইকেট। কিছু কিছু বল টার্ন করছে, বাউন্স পাচ্ছে। কিছু নিচু হয়ে আসছে, স্কিড করছে। আমি মনে করি তৃতীয় ও চতুর্থ দিনে আরো টার্ন পাওয়া যাবে। আরো কিছু উঁচু-নিচু বাউন্স পাওয়া যাবে। শুকনা উইকেট। সে কারণে বল কিছুটা নিচু ও ধীর গতিতে আসবে।’

বাংলাদেশের স্পিন আক্রমণের বিপক্ষে টস জেতাটা ছিল জিম্বাবুয়ের জন্য গুরুত্বপূর্ণ। হ্যামিলটন মাসাকাদজা অবশ্য টস জিতে গুরুত্বপূর্ণ কাজটি আগেই সেরে রেখেছেন। তবে উইলিয়ামস মনে করছেন প্রথম ইনিংসে ভালো সংগ্রহ না পেলে টস জিতেও লাভ হবে না তাদের, ‘পরবর্তী দিনগুলোতে এখানে স্পিন বল কী রকম আচরণ করবে সেটা বিবেচনায় টস জেতাটা গুরুত্বপূর্ণ ছিল। তবে প্রথম ইনিংসে বড় সংগ্রটা আরো গুরুত্বপূর্ণ। টস জিতে বড় সংগ্রহ না পেলে খুব একটা সুবিধা হবে না।’



রাইজিংবিডি/ঢাকা/৩ নভেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়