ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৩৮ চার ও ১২ ছক্কায় ৩৪৫ করলেন রেন’শ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩৮ চার ও ১২ ছক্কায় ৩৪৫ করলেন রেন’শ

ক্রীড়া ডেস্ক : কুইন্সল্যান্ড প্রিমিয়ার ক্রিকেটে আজ শনিবার টম্বুলের হয়ে মানলির বিপক্ষে রেকর্ড ৩৪৫ রানের ইনিংস খেলেছেন। ২৭৩ বলে খেলা এই ইনিংসেন তিনি ৩৮টি চারের পাশপাশি ১২টি ছক্কা হাঁকিয়েছেন।

দুইদিনের ম্যাচে এই রান করে তিনি পেছনে ফেলেছেন ওয়েড টাউনসেন্ডকে। ২০০৯-২০১০ মৌসুমে এই প্রতিযোগিতায় ওয়েড ৩১১ রান করেছিলেন। আজ শনিবার তাকে পেছনে ফেললেন রেন’শ। ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান টাম্বুলের হয়ে এই মৌসুমে ৬১১ রান করেছেন। যেখানে তিনি চার-চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার গড় ২০৩.৭! অবশ্য শেফিল্ড শিল্ডে তিনি সুবিধা করতে পারেননি। সেখানে আট ইনিংসে একবার মাত্র ফিফটি করেছেন। মোট রান ১৫৮। গড় ১৯.৭৫।

রেন’শ পাকিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টেস্ট সিরিজের আগে ব্রেনের ইনজুরিতে পরায় ডাক পাননি। ডাক পাননি ঘরের মাঠে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজেও। সবশেষ তিনি চলতি বছরের মার্চে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১ ডিসেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়