ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মিরাজের প্রশংসায় ক্লুজনার

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ৪ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিরাজের প্রশংসায় ক্লুজনার

বিপিএলে মিরাজের নেতৃত্বে খেলবেন সৌম্য, মুমিনুলরা

ক্রীড়া প্রতিবেদক : এবারের বিপিএলে রাজশাহী কিংসকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। বিপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হতে যাচ্ছেন ২১ বছর বয়সি এই অলরাউন্ডার। তরুণ হলেও অধিনায়ক মিরাজের ওপর পূর্ণ আস্থাই আছে দলটির কোচ ল্যান্স ক্লুজনারের। প্রাক্তন এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারের মতে, শুধু ক্রিকেটার হিসেবেই মিরাজ দারুণ একজন।

মিরপুরের একাডেমি মাঠে শুক্রবার মিরাজকে প্রশংসায় ভাসিয়েছেন ক্লুজনার, ‘আমি মনে করি সে চমৎকার একজন খেলোয়াড়। সে আসলেই খুব তরুণ। তবে আগেও সে নেতৃত্ব দিয়েছে। এবার তার জন্য আরেক ধাপ এগিয়ে যাওয়ার পালা। আমরা কিছু অভিজ্ঞ খেলোয়াড় পাচ্ছি তার আশেপাশে, যা তার জন্য সহায়ক হবে। আমরা তাকে অধিনায়ক হিসেবে নিজের আলাদা পরিচয় গড়ে তোলার সুযোগ দিতে তাকিয়ে আছি। কে জানে, সামনে এগিয়ে যাওয়ার জন্য সে হয়তো এমন একজন হবে, যার দিকে ভবিষ্যতে বাংলাদেশও তাকিয়ে থাকবে।’

মিরাজ এর আগে দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। অনেকে তাকে ভবিষ্যতের বাংলাদেশ অধিনায়ক হিসেবে দেখেন। সেই পথে এগিয়ে যেতে বিপিএল যে তার জন্য বড় মঞ্চ হবে, তা বলাই যায়।

শনিবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএলে অধিনায়কত্বের অভিষেক হবে মিরাজের। কাগজে-কলমে ঢাকা অনেক শক্তিশালী দল। মিরাজের জন্য তো বটেই, কোচ হিসেবে ক্লুজনারের জন্যও তাই বড় চ্যালেঞ্জ। তবে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি, ‘আমি চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। না খেলেই কথা বলাটা সবচেয়ে সহজ। কিন্তু আমি দীর্ঘ সময় ধরে যেমনটা চেয়েছি তেমন কিছু চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। আশা করি যে আমরা সুযোগটা কাজে লাগাতে পারব।’

প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক, তা নিয়ে ভাবছেন না রাজশাহী কোচ। তার ভাবনাজুড়ে শুধুই নিজের দল, ‘আমি অন্য দলগুলোর দিকে খুব বেশি মনোযোগ দিচ্ছি না। আমার মনে হয়, আমরা কী করতে পারি, সেটা ভেবে নিজেদের দিকে মনোযোগ রাখা উচিত। অবশ্যই কিছু ভালো দল আছে এখানে এবং কোনো ম্যাচই সহজ হবে না। কিন্তু আমাদের নিজেদের দিকেই মনোযোগ দিতে হবে এবং সবকিছু দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করতে হবে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/৪ জানুয়ারি ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়