ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চলতি বছর স্মার্টওয়াচের ব্যবহার বাড়বে

আহমেদ শরীফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ৫ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চলতি বছর স্মার্টওয়াচের ব্যবহার বাড়বে

প্রতীকী ছবি

আহমেদ শরীফ : বিশ্বজুড়ে স্মার্টওয়াচ জনপ্রিয় হয়ে উঠছে দ্রুত। এক জরিপে দেখা গেছে, চলতি নতুন বছরে তরুণদের পাশাপাশি বয়স্করাও স্মার্টওয়াচ ব্যবহার করবেন বেশি। তাদের মাঝে বয়স্ক বেবি বুমাররা বেশি থাকবেন। বেবি বুমার জেনারেশন বলা হয় তাদের, যারা ১৯৪৬ সাল থেকে ১৯৬৪ সাল এর সময়ের মধ্যে জন্মগ্রহণ করেছেন।

২০১৯ সালে আমেরিকায় এই বয়স্কদের মাঝে স্মার্টওয়াচ ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে জানা গেছে। এটি দেশটিতে নতুন এক ইতিহাস গড়তে চলেছে। জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান ই মার্কেটার জানিয়েছে, ১৮ বছরের বেশি বয়সী অন্তত ২৮ মিলিয়ন আমেরিকান চলতি বছর স্মার্টওয়াচ ব্যবহার করতে চলেছেন, যা প্রাপ্ত বয়স্ক আমেরিকানদের অন্তত ১১ শতাংশ।

ই মার্কেটারের বিশেষজ্ঞ সিন্ডি লিউ বলেছেন, ‘প্রতিনিয়ত স্মার্টওয়াচের ডিজাইনে নতুনত্ব আসা, স্বাস্থ্যসেবা সহ বেশ কিছু উপকারিতা থাকায় স্মার্টওয়াচের ব্যবহার বাড়ছে।’ তার মতে, বিশেষ করে বাসায় মোবাইল ফোন ফেলে এলেও বাইরে থাকা অবস্থায় স্মার্টওয়াচের মাধ্যমে যোগাযোগ বজায় রাখা যায়, যা খুব বড় এক উপকারিতা। চলতি বছরে আমেরিকায় অন্তত ৬০ মিলিয়ন মানুষ হাতে পরা ডিভাইস ব্যবহার করবে বলেও জানিয়েছে ই মার্কেটার। ইন্টারনেট ব্যবহারী ২০ শতাংশের বেশি মানুষ এ বছর ওয়্যারবেল ডিভাইস ব্যবহার করবে বলেও ধারণা করছে প্রতিষ্ঠানটি।

জরিপে জানা গেছে, যেসব আমেরিকানের বয়স ৫৫ বছরের বেশি, তাদের মাঝে চলতি বছর ৮ মিলিয়ন মানুষ হাতে পরা ডিভাইস ব্যবহার করতে চলেছে, যা গেল বছরের চেয়ে ১৫ শতাংশ বেশি হবে। ই মার্কেটার বলছে, বয়স্করা এভাবে স্মার্টওয়াচ ও হাতে পরা ডিভাইস দ্রুত আপন করে নেয়ার কারণ হলো, তাতে স্বাস্থ্যসেবার মতো বেশ কিছু উপকারিতা থাকে। অ্যাপল ওয়াচ সিরিজ ফোর এর মতো স্মার্টওয়াচের কথা এক্ষেত্রে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। তাতে থাকা সেন্সর বয়স্কদের হাঁটার সময় হঠাৎ পড়ে যাওয়া রোধ করে। এভাবে পড়ে গিয়ে অনেক বয়স্ক লোকই মৃত্যুবরণ করে।

দুর্ঘটনায় পড়লে অ্যাপলের স্মার্টওয়াচটি ইমার্জেন্সি কল দিতে পারে উদ্ধারকারীদের কাছে। অ্যাপল ওয়াচের ইলেকট্রো কার্ডিওগ্রাম সুবিধা থাকায়, তার মাধ্যমে ব্যবহারকারীরা হৃদপিন্ডের স্পদন ও গতিবিধিও জানতে পারেন। এছাড়া স্মার্টওয়াচটি দ্রুত হৃদস্পন্দন শনাক্ত করতে পারে, যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

তথ্যসূত্র: সি নেট



রাইজিংবিডি/ঢাকা/৫ জানুয়ারি ২০১৯/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়