ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চীনে খনির ছাদ ধসে নিহত ২১

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৫, ১৩ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চীনে খনির ছাদ ধসে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তরাঞ্চলে একটি কয়লা খনির ছাদ ধসে ২১ কর্মী নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।

শনিবার শানজি প্রদেশের  শেনমু শহরের কাছে লিজিয়াগৌ খনিতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ৬৬ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে কর্মকর্তারা।

চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, খনিটির মালিক বাইজি মাইনিং কোম্পানি লিমিটেড। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।

চীনে খনিতে দুর্ঘটনা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যদিও দেশটির খনিগুলোর নিরাপত্তা ব্যবস্থা সম্প্রতি উন্নতি করা হচ্ছে। গত বছর অক্টোবরে শ্যানডং প্রদেশের একটি খনিতে দুর্ঘটনায় নিহত হয় ২১ শ্রমিক। ২০১৭ সালে খনি দুর্ঘটনায় দেশটিতে ৩৭৫ জনের মৃত্যু হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়