ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অগ্নিকাণ্ড নিয়ে বিএনপির বক্তব্য দায়িত্বজ্ঞানহীন : তথ্যমন্ত্রী

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ২২ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অগ্নিকাণ্ড নিয়ে বিএনপির বক্তব্য দায়িত্বজ্ঞানহীন : তথ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক : চকবাজারের অগ্নিকাণ্ড নিয়ে সরকারকে দায়ী করে বিএনপির নেতারা যে বক্তব্য দিচ্ছেন, সেটিকে ‘দায়িত্বজ্ঞানহীন ও অগ্রহণযোগ্য’ বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

শুক্রবার রাজধানী ঢাকায় শিল্পকলা একাডেমির চিত্রশালা হলে অভিনয় শিল্পী সংঘের দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

অগ্নিকাণ্ড নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রসঙ্গ তুলে হাছান মাহমুদ বলেন, ‘সরকারবিরোধী আন্দোলনের নামে বিএনপি মানুষ পুড়িয়ে হত্যা করেছে। তার দায় নেতা হিসেবে বেগম জিয়া বা ফখরুল ইসলাম আলমগীর কেউই এড়াতে পারেন না। সেগুলো এমন দুর্ঘটনা ছিল না, ঘটনা ছিল। যারা পুড়িয়ে মানুষ হত্যা করে, তাদের মুখে অগ্নিকাণ্ড নিয়ে এমন মন্তব্য শোভা পায় না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘মর্মান্তিক এ ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী বিনিদ্র রাত কাটিয়েছেন, বারবার দিকনির্দেশনা দিয়েছেন। সরকার পূর্ণ তৎপর রয়েছে। বিরোধী রাজনৈতিক দলের উচিত এ ধরনের দুর্ঘটনায় সরকারের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি মোকাবিলা করা।’

এই অগ্নিকাণ্ড উদ্দেশ্যমূলক নাকি দুর্ঘটনা সেটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তথ্যমন্ত্রী।

জাতীয় ঐক্যফ্রণ্টের গণশুনানির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশ আজ মর্মাহত, শোকাহত। এমন সময়ে গণশুনানির নামে নাটক না করে তাঁদের উচিত মানুষের পাশে দাঁড়ানো।’



রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৯/রেজা/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়