ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজশাহী হবে ডিজিটাল শিল্পনগরী : মোস্তাফা জব্বার

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ৩০ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহী হবে ডিজিটাল শিল্পনগরী : মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, রাজশাহীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু হাইটেক পার্কের নির্মাণ শেষ হলে তথ্য-প্রযুক্তিতে পদ্মাপাড়ের এই শহর অনেক এগিয়ে যাবে। তখন রাজশাহীকে ডিজিটাল শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে।

শনিবার দুপুরে নগরীর জিয়ানগরে হাইটেক পার্কের নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী বলেন, ডিজিটাল শিল্পনগরীতে ব্যাপক মানুষের কর্মসংস্থান হবে। নতুন প্রজন্মের কাছে কর্মসংস্থানের ঠিকানা হিসেবে প্রতিষ্ঠা পাবে বঙ্গবন্ধু হাইটেক পার্ক।

তিনি বলেন, ‘‘দেশের বিভিন্ন এলাকায় আমরা হাইটেক পার্ক নির্মাণ করছি। রাজশাহীর হাইটেক পার্কের নির্মাণ কাজ দ্রুতই এগিয়ে চলছে। আমি আশা করি, নির্ধারিত সময়ের আগেই সব কাজ শেষ হবে।’’

এ সময় মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে জেলা প্রশাসক এস এম আবদুল কাদের ও রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ রজব আলীসহ হাইটেক পার্কের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/রাজশাহী/৩০ মার্চ ২০১৯/তানজিমুল হক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়