ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

এইচএসসির ‘ভুয়া’ প্রশ্ন ফাঁস চক্রের ২ জন রিমান্ডে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ৫ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এইচএসসির ‘ভুয়া’ প্রশ্ন ফাঁস চক্রের ২ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে এইচএসসি পরীক্ষার ‘ভুয়া’ প্রশ্ন ফাঁস চক্রের দুই সদস্যকে। আদালত তাদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

শুনানি শেষে শুক্রবার ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ রিমান্ডের আদেশ দেন। এই দুজন হলেন কাজী কেওয়ান (২৪) ও নাজেল হোসাইন (২১)।

এর আগে পুলিশ ওই দুই আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিনের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হাজারীবাগের নীলাম্বর শাহ রোডে একটি বিকাশের দোকানের সামনে থেকে তাদের আটক করে র‌্যাব-২।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, আটকরা নিজেদের ফেসবুক আইডি ও মেসেঞ্জারে মানুষজনের কাছে প্রশ্নফাঁসের আশ্বাস দিয়ে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছিল।



রাইজিংবিডি/ঢাকা/৫ এপ্রিল ২০১৯/মামুন খান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়