ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৪২ পরিচালকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ২৭ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪২ পরিচালকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

অর্থনৈতিক প্রতিবেদক : ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) ২০১৯-২০২১ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ৪২ পরিচালক পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় এফবিসিসিআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালকেরা এবার ভোট দিয়ে এফবিসিসিআইয়ের সভাপতি ও দুইজন সহসভাপতি নির্বাচন করবেন।  এবার সংগঠনটির সভাপতি পদে এখনকার সহসভাপতি শেখ ফজলে ফাহিমের বিরুদ্ধে কেউ প্রার্থী হচ্ছেন না বলে জানা গেছে।  শেখ ফজলে ফাহিম ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে।  তার নেতৃত্বে এবার এফবিসিসিআইয়ের নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ নামে একটি প্যানেল গঠিত হয়।

সব মিলিয়ে সংগঠনটিতে মোট পরিচালক পদ ৭২টি।  এসব পদ আবার দুই ভাগে বিভক্ত।  এক ভাগে ৩৬টি পদে পরিচালক হন দেশের জেলাভিত্তিক বাণিজ্য সংগঠন বা চেম্বার থেকে।  আর ৩৬টি পদ সংরক্ষিত পণ্যভিত্তিক ব্যবসায়ী সংগঠনগুলোর জন্য।  ৭২টি পরিচালক পদের মধ্যে ৪২টিতে সাধারণ সদস্যরা ভোট দিয়ে নেতা নির্বাচন করেন।  বাকি ৩০টি পদে দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য সংগঠন থেকে মনোনীত পরিচালক হন।

প্রসঙ্গত, ২৭ এপ্রিল শনিবার এফবিসিসিআইয়ের নির্বাচনের ভোটাভুটির কথা ছিল।  তবে ভোটাভুটির যে প্রয়োজন হচ্ছে না, তা জানা গিয়েছিল গত ২৫ মার্চ।  ওই দিন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল।  ৪২টি পরিচালক পদে ৪২ জনই শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেন।  এর আগে ২০১৭ সালের ১৪ মে এফবিসিসিআইয়ের দ্বিবার্ষিক নির্বাচন হয়েছিল।  পরিচালক পদে চেম্বার অংশে ভোটাভুটি ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হন। তবে অ্যাসোসিয়েশন অংশে তখন ভোটাভুটি হয়েছিল।



রাইজিংবিডি/ঢাকা/২৭ এপ্রিল ২০১৯/নাসির/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়