ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অবসরের আগে মেসি যা চান

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ১ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবসরের আগে মেসি যা চান

ক্রীড়া ডেস্ক : কোপা আমেরিকায় অংশ নেওয়ার আগে আর্জেন্টিনার জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন লিওনেল মেসি। সেখানে তিনি তার স্বপ্ন, ভবিষ্যত পরিকল্পনা নানা বিষয় নিয়ে কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। তিনি জানিয়েছেন যতদিন ফুটবল তার ভালো লাগবে ততোদিন খেলে যাবেন। আর অবসরের আগে আর্জেন্টিনার হয়ে একটা ট্রফি জিততে চান।

মেসি বলেন, ‘যখন আমি ফুটবল আর উপভোগ করব না, সেদিন থেকে আমি আর খেলব না। কিন্তু এখন আমি অনুশীলন ও ম্যাচ বেশ উপভোগ করি। যেমনটা ছোটবেলায় করতাম। আমি আর্জেন্টিনার হয়ে কিছু একটা জিতে অবসরে যেতে চাই। জাতীয় দলের হয়ে কিছু এটা জেতার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

আর্জেন্টিনা দলে যোগ দিয়ে মেসি তার কোচকে বলেছেন যে তিনি দলের আর দশজন খেলোয়াড়ের মতোই। তাকে নিয়ে আলাদাভাবে কিছু ভাবতে ও করতে হবে না, ‘আমি জাতীয় দলের আর দশজন সদস্যের মতো একজন। আর্জেন্টিনায় পৌঁছেই আমি কোচকে বিষয়টা বলেছি।’

এখনো মেসিকে তাড়িয়ে বেড়াচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল দ্বিতীয় লেগে লিভারপুলের বিপক্ষের ম্যাচটি। তাইতো তিনি ওই ম্যাচটিকে দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেছেন, ‘লিভারপুলের বিপক্ষের ম্যাচটি একটি দুঃখজনক ঘটনা। দুর্ভাগ্য ছিল আমাদের। আমরা আসলে বেশ কিছু সিলি মিসটেক করেছি। যেগুলো আমাদের করা উচিত ছিল না। তাছাড়া লিভারপুল আমাদের চেয়ে ইচ্ছাশক্তি ও আকাঙ্খার দিক দিয়ে এগিয়ে ছিল।’



রাইজিংবিডি/ঢাকা/১ জুন ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়