ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাস্তা ভা‌লো, যানজট হ‌বে না : কা‌দের

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ১ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাস্তা ভা‌লো, যানজট হ‌বে না : কা‌দের

‌জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক : রাস্তা ভা‌লো হওয়ার কারণে এবার ঈদে ঘরমু‌খো মানু‌ষ যানজ‌টের শিকার হ‌বে না ব‌লে জা‌নি‌য়ে‌ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঈদে ঘরমুখো মানুষের যাত্রাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কা‌দের বলেন, ‘এবারের ঈদযাত্রায় বৃষ্টিপাত হলেও সড়ক-মহাসড়কে যানজটের আশঙ্কা নেই। আমি আশা করি, ঈদ পর্যন্ত এই স্বস্তিদায়ক যাত্রা অব্যাহত থাকবে এবং ঈদের পরেও মানুষ কর্মস্থলে ফিরে আসবে নির্বিঘ্নে।’

‘এবার রাস্তা ভালো, রাস্তার কারণে মহাসড়কে যানজটের কোনো কারণ নেই। বৃষ্টি-বাদল হলে হয়ত কোথাও গাড়ির গতি কিছুটা ধীর হবে, কিন্তু যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা এবার নেই।’

মামলার কারণে খা‌লেদা জিয়া কারাগা‌রে আ‌ছেন, জা‌নি‌য়ে ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়াকে আজকে কারাগারে বন্দি রেখেছে কে? সরকার, না মামলা? তত্ত্বাবধায়ক সরকারের মামলার কারণে তিনি সাজাপ্রাপ্ত হয়ে আদালতের রায়ে কারাগারে আছেন। আদালতে খালেদা জিয়াকে সরকার পাঠায়নি। যদি সরকারকে দায়ী করেন, তাহলে সেটা তত্ত্বাবধায়ক সরকার।’

‘দেশে আইন আছে, বিচার ব্যবস্থা আছে, আইন অনুযায়ী খালেদা জিয়া আদালতে গেছেন। আদালত তাকে কনভিকশন দিয়েছে, সাজা দিয়েছে এবং সেভাবেই তিনি জেলে আছেন। এখন লিগ্যাল ব্যাটল করে বিএনপির নেতারা তাকে মুক্ত করে আনতে পারেন। এখানে সরকারের কোনো করণীয় নেই। বিষয়টি আদালতের এখতিয়ার।’

তি‌নি ব‌লেন, ‘এখন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি যদি আন্দোলন করে তবে সেই আন্দোলন তো সরকারের বিরুদ্ধে না, করতে হবে আদালতের বিরুদ্ধে। কেননা আদালতের রায়ে বেগম জিয়ার সাজা হয়েছে। এখানে সরকারের তো কিছু করণীয় নেই।’



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/১ জুন ২০১৯/‌রেজ‌া/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়