ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যারা জিন্দাবাদের অনুসারী তারা পাকিস্তানের এজেন্ট : জয়

এনআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ১১ জুলাই ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যারা জিন্দাবাদের অনুসারী তারা পাকিস্তানের এজেন্ট : জয়

সজীব ওয়াজেদ জয়

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘১৯৮০ সালের ম্যাপে দেখবেন, তালপট্টি বাংলাদেশের নেই। তালপট্টি ভারতকে দিয়ে দেওয়া হয়। তার মানে কি সে সময় জিয়াউর রহমান ভারতকে তালপট্টি দিয়ে দেন?’

বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ যারা এ বিষয়টি নিয়ে অপপ্রচার করার চেষ্টা করছে, আমি তাদেরকে জিজ্ঞেস করব, আপনারাও তো ক্ষমতায় ছিলেন দুইবার, তো আপনারা কিছু করেননি কেন? আপনারা আন্তর্জাতিক আইনজীবী নিয়োগ করলেন না কেন?

জয় আরো বলেন, এখন যারা তালপট্টি নিয়ে কথা বলছেন, আমি তাদের অনুরোধ করবো- প্লিজ আপনারা একটু যান, আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন না, আপনারা একটু তালপট্টিতে যান, গিয়ে ওখানে আন্দোলন করেন। আশা করি আপনারা সাঁতার কাটতে জানেন।

জয় বলেন, ‘দেশে ১৬ কোটি মানুষ বাস করে, এদের মধ্যে ৯ কোটি ভোটার। যদি কোনো পরিবারের ১৬ ব্যক্তি কোনো বিষয়ে একমত হতে না পারেন, তবে ৯ কোটি মানুষ কোনো বিষয়ে যে একমত হবেন, এমন কোনো কথা নেই। কিন্তু অধিকাংশ লোকের মতামত নিয়ে সরকার পরিচালনা করাই গণতন্ত্র।’

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ ও পঁচাত্তরের হত্যাকাণ্ড গণতান্ত্রিক ছিল না- উল্লেখ করে জয় বলেন, ‘আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি নিয়ে কথা বললেও দেশের রাজনীতিতে এখনো এমন একটি পক্ষ আছে, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা এখনো মনেপ্রাণে পাকিস্তানি হয়ে যেতে চায়। যারা জিন্দাবাদের অনুসারী তারা পাকিস্তানের এজেন্ট। এই এজেন্টদের পাকিস্তানেই ফিরে যেতে হবে।’

সভায় সুচিন্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আরাফাতের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের, শিক্ষাবিদ ড. এ কে আজাদ চৌধুরী, অর্থনীতিবিদ ড. আবুল বারকাত, সাংবাদিক গোলাম সারওয়ার, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ প্রমুখ ।

 

রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৪/এনআর/শামসুল/কমল কর্মকার/নওশের

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়