ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ১৪ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক পরিবহনের বাসে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ও ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। সকাল থেকে  ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তাদের আশ্বস্ত করেন।

রোববার বিকেলে কুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ে বিশ্ববিদ্যালয়ের বাস ভাংচুর করে ছাত্রলীগের কর্মীরা। সরকারি চাকরিতে কোটা বাতিলের ঘোষণার প্রজ্ঞাপন প্রকাশের দাবিতে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের বাসে করে শহরে যাচ্ছে- এমন খবরে তিনটি বাসে হামলা করে তারা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের ধাওয়া করে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে অন্তত ১০ জন আহত হয়।



রাইজিংবিডি/কুমিল্লা/১৪ মে ২০১৮/জাহাঙ্গীর আলম ইমরুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়