ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বিশ্বকাপে সবচেয়ে দামি দল ফ্রান্স, তিনে ব্রাজিল, পাঁচে আর্জেন্টিনা

শেখ আল মুমিন শুভ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৩, ১৪ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপে সবচেয়ে দামি দল ফ্রান্স, তিনে ব্রাজিল, পাঁচে আর্জেন্টিনা

ফ্রান্সের খেলোয়াড়রা

শেখ আল মুমিন শুভ : রাতে পর্দা উঠছে রাশিয়া বিশ্বকাপের। ‘দ্যা গ্রেটেস্ট শো অব আর্থ’-এর ২১তম আসর বসছে রাশিয়ায়।

বর্তমান সময়ের পৃথিবী বিখ্যাত সব খেলোয়াড়দের জাদুকরি চমকে ৩১ দিন পুরো বিশ্ব মাতোয়ারা থাকবে। ক্লাব ফুটবলের দৌরাত্নে বিশ্বসেরা উঠতি তারকা বা বিশ্বসেরা তারকা খেতাব পাওয়া খেলোয়াড়দের উপর নজর থাকবে সবচেয়ে বেশি। এই খেলোয়াড়দের নামের সাথে তারকা খেতাব লেগেছে তাদের ফুটবলের জাদুকরি এবং চোখ ধাঁধানো সব কৌশল এবং ক্লাবের দেয়া অবিশ্বাস্য বেতনের জন্য।

এবারের ফুটবল বিশ্বকাপে সব দল মিলিয়ে যে ৭৩৬ জন খেলোয়াড় রয়েছেন তাদের মূল্য শুনলে যে কারো কপালে চোখ উঠবে নিশ্চিত। সুইস ফুটবল পর্যবেক্ষন সংস্থার তথ্যমতে এবারের ফুটবল বিশ্বকাপের খেলোয়াড়দের সবার মিলিত মার্কেট মূল্য ১২.৬ বিলিয়ন ইউরো। এর মধ্যে সবচেয়ে দামি দল হচ্ছে ১৯৯৮ বিশ্বকাপ জয়ী দল ফ্রান্স। আর হবেই বা না কেন, তাদের দলে রয়েছে এম্বাপ্পে, উমিতিতি, গ্রিজম্যানের মত তারকারা। ফ্রান্সের যে ২৩ জন খেলোয়াড় এবারের বিশ্বকাপ দলে রয়েছেন তাদের মার্কেট মূল্য ১৪১০.০৩ মিলিয়ন ইউরো। এদের মধ্যে সবচেয়ে দামী হলেন পিএসজির ফরোয়ার্ড কিলিয়ান এম্বাপ্পে, যার মূল্য ১৮৭ মিলিয়ন ইউরো।

সবচেয়ে দামি দল হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে থ্রি লায়ন্স খ্যাত ইংল্যান্ড দল। হ্যারি কেন, ড্যানি ওয়েলবেক, জেমস ভার্ডিদের নিয়ে গঠিত ইংল্যান্ড দলের মার্কেট মূল্য হচ্ছে ১৩৮৬ মিলিয়ন ইউরো। তালিকার তৃতীয় স্থানে রয়েছে নেইমার, কুতিনহো, ফিরমিনোদের ব্রাজিল। সেলেকাওদের মার্কেট মূল্য হচ্ছে ১২৬৯ মিলিয়ন ইউরো। যার মধ্যে সবচেয়ে দামি নেইমার, ১৯৬ মিলিয়ন ইউরো।

২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনের চতুর্থ সর্বোচ্চ ৯৬৫ মিলিয়ন ইউরো। সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির আর্জেন্টিনার খেলোয়াড়দের মার্কেট মূল্য পঞ্চম সর্বোচ্চ- ৯২৫ মিলিয়ন ইউরো। দলে রয়েছেন ১৮৩ মিলিয়ন ইউরো মার্কেট মূল্যের খেলোয়াড় লিওনেল মেসি ।

চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানির বিশ্বকাপ স্কোয়াডের মূল্যে ৮৯৫ মিলিয়ন ইউরো। তারা রয়েছে তালিকার ষষ্ঠ স্থানে। লুকাকু, কোম্পানি, কেভিন ডি ব্রুইনিদের বেলজিয়াম রয়েছে সপ্তম স্থানে, তাদের খেলোয়াড়দের মার্কেট মূল্য ৮৩৫ মিলিয়ন ইউরো। সর্বশেষ ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াডের মূল্য ৬৫৬ মিলিয়ন ইউরো।

প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিশ্বকাপ স্কোয়াডের মূল্য ৫২৯ মিলিয়ন ইউরো। এর পরে রয়েছে দুই ইউরোপ সতীর্থ ৪১৬ মিলিয়ন ইউরো দামের বিশ্বকাপ স্কোয়াডের ক্রোয়েশিয়া এবং ৩৪২ মিলিয়ন ইউরো মূল্যের বিশ্বকাপ স্কোয়াডের ডেনমার্ক। তালিকার ১২ নাম্বারে আছে ৩২০ মিলিয়ন ইউরো দামের খেলোয়াড়দের দেশ সেনেগাল।  লিভারপুল প্লে-মেকার মোহাম্মদ সালাহর মিশর এর বিশ্বকাপ স্কোয়াডের মূল্য ২৩২ মিলিয়ন ইউরো। যার মধ্যে সালাহের মূল্যই ১৭১ মিলিয়ন ইউরো। আফ্রিকান সুপার ঈগল খ্যাত নাইজেরিয়ার বিশ্বকাপ স্কোয়াডের মূল্য ১৯২ মিলিয়ন ইউরো। ১৫৩ মিলিয়ন ইউরো মূল্যের খেলোয়াড়দের বিশ্বকাপ স্কোয়াড হচ্ছে মেক্সিকো ।

তালিকার বিশ ও একুশ নম্বরে রয়েছে সুইডেন ও মরোক্কো। সুইডেনের বিশ্বকাপ স্কোয়াডের মূল্য ১৫২ মিলিয়ন ও মরোক্কোর স্কোয়াডের মোট মূল্য ১৩৮ মিলিয়ন ইউরো। স্বাগতিক রাশিয়ার বিশ্বকাপ স্কোয়াডের মূল্য হচ্ছে ১৩২ মিলিয়ন ইউরো। দক্ষিণ কোরিয়া রয়েছে তালিকার ২৩ নম্বরে, তাদের বিশ্বকাপ স্কোয়াডের মূল্য ১২৩ মিলিয়ন ইউরো। অস্ট্রেলিয়া ও তিউনিশিয়ার বিশ্বকাপ স্কোয়াডের মূল্য হচ্ছে ৫৮ মিলিয়ন ইউরো করে। ৩২ দলের মধ্যে সবচেয়ে কম মূল্যের বিশ্বকাপ স্কোয়াড হচ্ছে পানামার। তাদের খেলোয়াড়দের মার্কেট মূল্য ১৫ মিলিয়ন ইউরো।



রাইজিংবিডি/ঢাকা/১৪ জুন ২০১৮/শেখ আল মুমিন শুভ/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়