ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

‘অ্যাকিলিসের’ ভবিষ্যদ্বাণী, প্রথম ম্যাচ জিতবে রাশিয়া

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ১৪ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘অ্যাকিলিসের’ ভবিষ্যদ্বাণী, প্রথম ম্যাচ জিতবে রাশিয়া

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টায় বিশ্বকাপের ২১তম আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক রাশিয়া ও সৌদি আরব।

রাশিয়া ও সৌদি আরবের ম্যাচ দিয়ে বিশ্বকাপের দামামা শুরু হবে।  রাশিয়া ও সৌদি আরব এর আগে মুখোমুখি হয়েছে একবারই। ১৯৯৩ সালের অক্টোবরে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটিতে রাশিয়াকে ৪-২ গোলে হারায় সৌদি আরব। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আজ নিশ্চয়ই শোধটা তুলতে চাইবে স্বাগতিকরা।

তাদের পক্ষে ভোট দিল রাশিয়া বিশ্বকাপে ভবিষ্যদ্বাণীর ‘দায়িত্ব’ পালন করা বিড়াল ‘অ্যাকিলিস’। অক্টোপাস পল-এর কথা ফুটবলপ্রেমীদের মনে আছে। ২০১০ ফুটবল বিশ্বকাপের অনেকগুলো ম্যাচের ভবিষ্যদ্বাণী করছিল অক্টোপাস পল। পলের ভবিষ্যদ্বাণী মিলেছিল অনেক ম্যাচেই। এবার সেই দায়িত্ব পালন করবে অ্যাকিলিস।

 



অ্যাকিলিস ভবিষ্যদ্বাণী দিয়েছে, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ জিতবে রাশিয়া। রুশ বিড়ালের সামনে দুটি পাত্রে দেওয়া হয়েছিল খাবার। পাত্রের পাশেই রাখা হয়েছিল দুই দেশের পতাকা। অ্যাকিলিস সময় নিয়ে রাশিয়ার পতাকার সামনে রাখা খাবার মুখে নেয়। অ্যাকিলিস যেই দেশের পাত্রে রাখা খাবার মুখে দেবে, সেই দেশই জিতবে ম্যাচ। এটাই অ্যাকিলিসের ভবিষ্যদ্বাণীর প্রক্রিয়া।

প্রশ্ন জাগছে, কতটুকু সত্য হয় অ্যাকিলিসের ভবিষ্যদ্বাণী? রুশ বিড়ালের পুরোনো রেকর্ড ভালো। ২০১৭ সালের কনফেডারেশন্স কাপে সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠেয় ম্যাচগুলোর নির্ভুল ফলাফল বলে দিয়েছিল অ্যাকিলিস।  আরেকটি দিকও সামনে আনা দরকার। ম্যাচ ড্র হবে এমন ভবিষ্যদ্বাণী দেওয়ার জন্য দুই পাত্রে রাখা খাবার খায় অ্যাকিলিস।

বিশ্বকাপে খেলা সবশেষ পাঁচ ম্যাচে জয় নেই রাশিয়ার।  ১৯৯৪ সালে ক্যামেরুনকে ৬-১ এবং ২০০২ সালে তিউনিসিয়াকে হারিয়েছিল ২-০ গোলে।  বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এখন পর্যন্ত হারেনি স্বাগতিক কোনো দেশ। আজ রাশিয়া একই রেকর্ড ধরে রাখতে পারে কি না, সেটাই দেখার।



রাইজিংবিডি/ঢাকা/১৪ জুন ২০১৮/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়