ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিশ্বকাপে মিসরের প্রথম ম্যাচের জন্য ‘ফিট’ সালাহ 

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ১৪ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপে মিসরের প্রথম ম্যাচের জন্য ‘ফিট’ সালাহ 

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে খেলার জন্য মিসরের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ‘প্রায় শতভাগ’ ফিট বলে জানিয়েছেন দলটির কোচ হেক্টর কুপার।

গত ২৬ মে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার সার্জিও রামোসের সঙ্গে সংঘর্ষে কাঁধে চোট পেয়েছিলেন সালাহ। এরপর থেকে কোনো ম্যাচ খেলেননি লিভারপুলের ২৫ বছর বয়সি এই ফরোয়ার্ড। 

তবে শুক্রবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সালাহ খেলবেন বলেই জানালেন মিসরের কোচ। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আপনাদের আমি শতভাগ নিশ্চিত করতে পারি, শেষ মুহূর্তে অপ্রত্যাশিত কিছু না ঘটলে সে খেলবে। সে এখানে সর্বোচ্চ গোলদাতা ও বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হতে পারে।’

এই মুহূর্তে সালাহকে আত্মবিশ্বাসী করে তোলার চেষ্টা করছেন কোচ, ‘আমরা তার মধ্যে আত্মবিশ্বাস আনার চেষ্টা করছি। চিকিৎসকরা তাকে খেলা অথবা না খেলার অপশন দিয়েছে। কিন্তু আমি জানি, সালাহ খুব ভালোভাবে সেরে উঠেছে। আমি নিশ্চিত সে ভয় পাচ্ছে না।’

সালাহকে ঘিরেই রাশিয়ায় দুর্দান্ত কিছু করার স্বপ্ন দেখছে ১৯৯০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্তপর্বে নাম লেখানো মিসর।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ জুন ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়