ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ব্রাজিল মানেই কিন্তু নেইমার নয়: ম্যারাডোনা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ১৭ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রাজিল মানেই কিন্তু নেইমার নয়: ম্যারাডোনা

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের প্রথম ম্যাচে আজ রাত ১২টায় মাঠে নামছে ব্রাজিল।পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

হেক্সা মিশনে এবার রাশিয়া বিশ্বকাপে অংশ নিচ্ছে ব্রাজিল।তাদের মূল ভরসা নেইমার। তাকে ঘিরেই ব্রাজিলিয়ানদের স্বপ্ন।  বিশ্বের সবথেকে দামি খেলোয়াড় নেইমার ব্রাজিলকে ষষ্ঠ শিরোপার স্বাদ দেবে এমনটাই মনে করছেন ফুটবলবোদ্ধরা। কিন্তু বিশ্বকাপ জয়ী দিয়াগো ম্যারাডোনার মতে, ব্রাজিল মানেই নেইমার নয়।’ সেলেকাওদের দলে আরও তারকা ফুটবলার রয়েছে, যারা ব্রাজিলকে শিরোপা জেতাতে পারেন বলে মন্তব্য করেন আর্জেন্টাইন কিংবদন্তি।
এক কলামে ম্যারাডোনা লিখেছেন,‘নেইমার দারুণ। দুর্দান্ত ফর্মে আছে। কিন্তু ব্রাজিল মানেই নেইমার নয়! ওরা তারকাবহুল দল। ভালোমানের ফুটবলার রয়েছে যারা ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে।’

‘সুইজারল্যান্ডের জন্য ব্রাজিলকে আটকানোর কাজটা বেশ কঠিন হবে। ব্রাজিল সম্ভবত ৪-৩-৩ ফরমেশনে খেলবে। নেইমার এবং কৌতিনহো অ্যাটাকে থাকবে। তাদের সাহায্য করবে জেসুস অথবা ফিরমিনো।  তাদের অ্যাটাক দারুণ।প্রত্যেকে তারকা ফুটবলার এবং এই মুহূর্তে বেশ ফর্মে আছে।  তাদেরকে ৯০ মিনিট শান্ত রাখা কঠিন।’
‘ইনজুরি থেকে ফিরে নেইমারকে বেশ তীক্ষ্ণ মনে হচ্ছে। দলের দায়িত্ব বুঝে নিয়েছে ভালোভাবেই। তাকে ঘিরেই সব আশা ব্রাজিলের।’

‘থিয়াগো সিলভা এবং মার্কুনহোস সেন্ট্রাল ডিফেন্স দারুণভাবে সামলাতে পারে। রিয়াল মাদ্রিদের মার্সেলোও আছে। ওদের ভয়ের জায়গা রাইট ব্যাক নিয়ে। ওখানে দানি আলভেজের খেলার কথা ছিল। কিন্তু ইনজুরিরর কারণে ও নেই। তবে ম্যানচেস্টার সিটির দানিলো রয়েছে। সব মিলিয়ে ভালোই আছে। ক্যাসেমিরোও আছে। ও ভালো ফর্মে আছে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ জুন ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়