ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গোপালগঞ্জে বাসচাপায় ২ এনজিও কর্মী নিহত

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩১, ২৩ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে বাসচাপায় ২ এনজিও কর্মী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এনজিও কর্মী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ঘোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেসরকারি উন্নয়ন সংস্থা রিক এর কর্মী পুলক বেপারী (২৮) ও ইমরান হোসেন (৩০)। তাদের বাড়ি পিরোজপুর জেলায়। এরা মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে গোপালগঞ্জের কর্মস্থলে আসছিলেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ম‌নিরুল ইসলাম জানান, নিহতরা মোটরসাইকেলে করে পিরোজপুরের নিজ বাড়ি থেকে গোপালগঞ্জের কর্মস্থলে আসছিলেন। এ সময় তারা সদর উপজেলার ঘোনাপাড়া পৌঁছালে টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লোকাল বাস (গোপালগঞ্জ-জ-০৫-০০৭) মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী মারা যান।
 


এ সময় বাসটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অপর একটি বাস এবং কয়েক‌টি মাহেন্দ্র ও ভ্যানকে চাপা দিয়ে মহাসড়কের আইল্যান্ডের ওপর উঠিয়ে দেয়। এতে আরো ১৫ জন আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। মারাত্মক আহত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

রাইজিংবিডি/গোপালগঞ্জ/২৩ জুন ২০১৮/বাদল সাহা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়