ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মেসি, রোনালদোর মতো নেতা হতে পারেনি: পেটিট

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ২৩ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেসি, রোনালদোর মতো নেতা হতে পারেনি: পেটিট

ক্রীড়া ডেস্ক : প্রাক্তন ফ্রান্স ও বার্সেলোনা মিড ফিল্ডার এমানুয়েল পেটিটের মতে, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো নেতা হতে পারেননি লিওনেল মেসি। প্রাক্তন ফুটবলার রাশিয়া বিশ্বকাপে মেসির পারফরম্যান্স এবং শারীরিক ভাষায় ক্ষুদ্ধ। এক সাক্ষাৎকারে মেসি এবং আর্জেন্টিনা দলকে এক হাত নিয়েছেন পেটিট।

গোল ডটকমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী পেটিট বলেছেন,‘সে (মেসি) নেতা হতে পারেনি। রোনালদো এক্ষেত্রে এগিয়ে আছে। মেসি সর্বকালের সেরা একজন ফুটবলার তা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু তাকে এটা বুঝিয়ে দিতে হবে।’

রাশিয়া বিশ্বকাপ ভালো যাচ্ছে না লিওনেল মেসির। এখন পর্যন্ত বলার মতো কোনো পারফরম্যান্স নেই বার্সেলোনা স্টারের। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারা ম্যাচে নিষ্প্রভ ছিলেন এলএম টেন। অন্যদিকে রোনালদো একাই টানছেন পর্তুগালকে। স্পেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করা ম্যাচে হ্যাটট্রিক করেন সিআর সেভেন। মরক্কোর বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটিও আসে তার পা ছুঁয়ে। দুই ম্যাচে রোনালদোর নামের পাশে ৪ গোল। অন্যদিকে মেসি এখনও খুলতে পারেননি খাতা। প্রথম ম্যাচে পেনাল্টির সহজ সুযোগও হাতছাড়া করেন। রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত ‘ফ্লপ’ মেসি।

পারফরম্যান্সের পাশাপাশি মেসির শারীরিক ভাষা নিয়ে সমালোচনা করেছেন পেটিট,‘তাকে জেগে উঠতে হবে! বার্সেলোনার হয়ে যখন সবকিছু ভালো হয় তখন তাকে দুর্দান্ত মনে হয়। আমরা তার পারফর‌ম্যান্স চ্যাম্পিয়নস লিগে দেখেছি। সময় যখন ভালো যায় তখন মাঠে তার সবকিছুই ভালো হয়। কিন্তু আর্জেন্টিনার জার্সিতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে দৌড়াচ্ছে না, হাঁটছে! বল নিয়েও চিন্তিত নয়। এটা হতে পারে না।’

‘শুধু মেসি নয়, পুরো দলের শারীরিক ভাষা দৃষ্টিকটু। কোনো আত্মবিশ্বাস নেই, নেই নিজেদের মধ্যে কোনো বিশ্বাস। এখন পর্যন্ত দেখে যা মনে হচ্ছে তাদের কোয়ালিফাইং করার কোনো সুযোগ নেই।’

‘মেসিকে মাথা নামিয়ে হাঁটতে দেখা বেমানান। তার এটা বোঝা উচিত। দ্রুত জেগে উঠা উচিত। সময় যখন খারাপ যায় তখন খুব সহজেই ভেঙে পড়ে ও। কোনো প্রতিক্রিয়া দেখায় না।’ – বলেছেন পেটিট।

সুইজার‌ল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মেসিদের শেষ ম্যাচ নাইজেরিয়ার বিপক্ষে। ম্যাচে জয় ভিন্ন কিছুই চিন্তা করতে পারছে না আলবিসেলেস্তেরা।

তথ্যসূত্র: গোল ডটকম



রাইজিংবিডি/ঢাকা/২৩ জুন ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়