ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘মনিহার’ নিয়ে আসছেন মৌসুমী হামিদ

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ২৫ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মনিহার’ নিয়ে আসছেন মৌসুমী হামিদ

বিনোদন প্রতিবেদক : আলমগীর-শাবানাকে নিয়ে মোস্তফা মেহমুদ নির্মাণ করেছিলেন জনপ্রিয় সিনেমা ‘মনিহার’। তখন জনপ্রিয় সিনেমার তালিকায় ছিল এটি। ‘মনিহার’ নামে এবার নির্মিত হয়েছে টেলিফিল্ম। মান্নান হীরার রচনায় টেলিফিল্মটি নির্মাণ করেছেন বি. ইউ. শুভ।

নজরুল রাজের প্রযোজনায় ‘মনিহার’ টেলিফিল্মটি রাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এছাড়া নমিরা আহমেদ, এস. এন জনিসহ অনেকে অভিনয় করেছেন।

একটি মনিহারকে কেন্দ্র করে টেলিফিল্মটির গল্প এগিয়েছে। এ প্রসঙ্গে পরিচালক বি. ইউ. শুভ বলেন, ‘‘মনিহার’ টেলিফিল্মের গল্পটি দারুণ। এর মাধ্যমে দর্শক আনন্দ, বেদনা, ভালোবাসা সবকিছু উপলব্ধি করতে পারবেন। দৃশ্যধারণের কাজও খুব ভালো হয়েছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’’

সম্প্রতি গোপালগঞ্জের বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামী ২৮ জুন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় রাত  ১১টায় প্রচারিত হবে।



রাইজিংবিডি/ঢাকা/২৫ জুন ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়