ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ক্রোয়েশিয়া গর্বিত হতে পারে: মডরিচ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ১৬ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্রোয়েশিয়া গর্বিত হতে পারে: মডরিচ

ক্রীড়া ডেস্ক: ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপের শিরোপা হারিয়েছে ক্রোয়েশিয়া। দলগত শিরোপা জিততে না পারলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মডরিচ।

লুকা মডরিচ বিশ্বকাপে ছিলেন অনন্য। গ্রুপ পর্বের তিন ম্যাচের তিনটিতেই জিতেছিল ক্রোয়েশিয়া। এরপর ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচে তাদের দাপুটে জয়। বিশ্বকাপের মডরিচের গোল দুটি, অ্যাসিস্ট একটি। প্রতিটি ম্যাচে একশ মিনিটের বেশি খেলেছেন আর সবথেকে বেশি ৬৩ কিলোমিটার দৌঁড়েছেন।

ফাইনালের আগে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তিনবার। গোল্ডেন বল জেতার জন্য সবকিছুই ছিল তার পক্ষে। বাধা হয়ে দাঁড়াতে পারেনি কেউ। ক্রোয়েশিয়ার রাজপুত্র মডরিচের হাতেই উঠেছে গোল্ডেন বল। বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় সতীর্থদের ধন্যবাদ দিয়েছেন ক্রোয়াট অধিনায়ক। বলেছেন,‘আমি গোল্ডেন বল জিতে গর্বিত। এজন্য আমি আমার সতীর্থদের ধন্যবাদ দিতে চাই। তাদের সাহায্য বাদে এটা কোনো সময়ই সম্ভব হতো না।’

বিশ্বকাপের সফর নিয়ে তার ভাষ্য,‘আমরা বিশ্বকাপের শিরোপা জয়ের কাছাকাছি ছিলাম। কিন্তু হতে হতেও হলো না। দীর্ঘসময় এই ম্যাচটি আমার মস্তিস্কে থাকবে। তবুও ক্রোয়েশিয়া আমাদের নিয়ে গর্বিত হতে পারে।’

‘ম্যাচ শেষে ভক্তদের সমর্থণ খেয়াল করেছেন, তাদের ভালোবাসা দেখলেই সুখী হওয়া যায়। আমরা জানি আমরা এখানে বড় কিছু অর্জন করেছি। কিন্তু আপনি যখন আরও বড় কিছুর খুব নিকটে চলে আসবেন তখন কাজটা অনেক কঠিন হয়ে যায়। আমরা আজ চেষ্টা করেছি। কিন্তু নিজেদের ভুল এবং অপ্রত্যাশিত কয়েকটি সুযোগে হাতছাড়া হয়েছে বড় অর্জন।’ – যোগ করেন মডরিচ।

ফ্রান্স ৪-২ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। পগবা ও এমবাপে দুটি করে গোল করেছিলেন। এছাড়া গ্রিজমান পেনাল্টি থেকে গোল করেন। ফরাসিদের প্রথম গোলটি আসে আত্মঘাতী থেকে। ফাইনাল ম্যাচ নিয়ে অধিনায়ক মডরিচ বলেন,‘আমরা বীরের মতো করেই লড়াই করেছি। আমরা জিততে সামর্থ্যের সবকুটু দিয়েছি। কিন্তু ভাগ্য আজ আমাদের পক্ষে ছিল না। আমরা বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচেই সেরা দল ছিলাম। আমরা সেভাবেই খেলেছি। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে আজ আমাদের পক্ষে কিছুই আসেনি।  দুটি ‘বাজে’ গোল আমাদের বড় ক্ষতি করেছে। আমরা টুর্নামেন্টের সাফল্য নিয়ে গর্বিত। আমরা ভালো খেলেছি। সত্যি বলতে ক্রোয়েশিয়ার জন্য এটা দারুণ একটি টুর্নামেন্ট গেল। এজন্যই বলছি ক্রোয়েশিয়া গর্বিত হতে পারে।’



রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়