ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পোশাক কারখানায় আগুন, বিদেশিসহ নিহত ৩

গাজী হানিফ মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৪, ২১ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পোশাক কারখানায় আগুন, বিদেশিসহ নিহত ৩

ফাইল ফটো

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে একটি পোশাক কারখানায় আগুন লেগে পাকিস্তানিসহ তিনজনের মৃত্যু হয়েছে।

 

শনিবার সকাল ৭টার দিকে সদর উপজেলার শিলমান্দী এলাকায় অবস্থিত পাকিজা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মমটেক্সে আগুন লাগে। নিহত ব্যক্তিরা হলেন পাকিস্তানের নাগরিক আশিক আলী (৪৫), কারখানার বাবুর্চি সেলিম মিয়া (৩৩) ও শ্রমিক রফিক মিয়া (৩২)। আগুন লাগার পর কেমিক্যালের বিষাক্ত ধোঁয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তাদের কেউ ‎দগ্ধ হয়নি।

 

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোতাকাব্বের হোসেন জানান, কেমিক্যালের বিষাক্ত ধোঁয়ায় তিনজনের মৃত্যু হয়েছে। নরসিংদী ও আশপাশের ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের সদস্যরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

পাঁচদোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মহসিন আলী জানান, তিনজনের মরদেহ নরসিংদী সদর হাসপাতালে রাখা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

 

রাইজিংবিডি/নরসিংদী/২১ মে ২০১৬/গাজী হানিফ মাহমুদ/উজ্জল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়