ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চুনারুঘাটকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

মামুন চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ১ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চুনারুঘাটকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেছেন জেলা প্রশাসক সাবিনা আলম।

 

আজ বৃহস্পতিবার এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় জেলা প্রশাসক চুনারুঘাটকে বাল্যবিবাহ মুক্ত ষোষণা করেন।

 

উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিলের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) তন্ময় ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. ছামাদ, থানার ওসি (তদন্ত) ইকবাল হোসেন।

 

বক্তব্য রাখেন- হাজী আলিম উল্লাহ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল একে আফছার আহমেদ, নরপতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, দেওরগাছ ইউপির চেয়ারম্যান শামছুন নাহার বেগম, সদর ইউপির চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, উবাহাটা ইউপির চেয়ারম্যান আলহাজ রজব আলী, কাজী মুখলেছুর রহমানসহ শিক্ষক, ছাত্র-ছাত্রী, সুশীল সমাজের ব্যক্তিরা। সভায় বাল্যবিবাহ রোধে শপথ বাক্য পাঠ করানো হয়।

 

রাইজিংবিডি/হবিগঞ্জ/১ সেপ্টেম্বর ২০১৬/মামুন চৌধুরী/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়