ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

রংপুরে গাছ লাগিয়ে রেকর্ড

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ১ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রংপুরে গাছ লাগিয়ে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক ঘণ্টায় আড়াই লাখ গাছের চারা লাগিয়ে রেকর্ড সৃষ্টি করেছে।

 

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত ‘সবুজ তারাগঞ্জ গড়ি’ কর্মপরিকল্পনার আওতায় ১৩৫টি রাস্তায় এক ঘণ্টায় আড়াই লাখ গাছের চারা রোপণ করেছে উপজেলা প্রশাসন। তারাগঞ্জ উপজেলার স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩৫ হাজার মানুষ ১৫৩টি রাস্তার ধারে ৪০ প্রজাতির ফল, ফুল ও ঔষুধি গাছ লাগান।

 

কর্মপরিকল্পনা বাস্তবায়নে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডের নারী-পুরুষরা এতে অংশ নেন। গাছ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, তারাগঞ্জ উপজেলার চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, নির্বাহী কর্মকর্তা মোছা. জিলুফা সুলতানা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আতিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, বরেন্দ্র প্রকৌশলী মোশতাক আহমেদ, কৃষি অফিসার রেজাউল করিম, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজার রহমানসহ জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, সাংবাদিক, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং কৃষকসহ বিভিন্ন পেশার মানুষ।

 

রাইজিংবিডি/রংপুর/১ সেপ্টেম্বর ২০১৬/নজরুল মৃধা/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়