ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভারতীয় ভিসা পেতে ই-টোকেন লাগবে না শিশুদের

মিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ২৯ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতীয় ভিসা পেতে ই-টোকেন লাগবে না শিশুদের

নিজস্ব প্রতিবেদক : ভারতীয় ট্যুরিস্ট ভিসা, কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের পরিবারের ভিসা প্রক্রিয়া সহজ করার পর এবার ই-টোকেনের আওতামুক্ত করা হয়েছে শিশুদের।

 

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ জানুয়ারি থেকে ভারত ভ্রমণেচ্ছু বাবা-মায়ের সঙ্গে ১৮ বছরের নিচের শিশুদের ট্যুরিস্ট ভিসার জন্য আলাদা কোনো অ্যাপয়েন্টমেন্ট তারিখ/ই-টোকেন প্রয়োজন হবে না। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে (আইডিএসি) বাবা-মায়েরা তাদের ট্যুরিস্ট ভিসা আবেদনপত্রের সঙ্গে শিশুদের আবেদন জমা দিতে পারবেন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ভিসা আছে এমন বাবা-মায়েদের যেকোনো একজন তাদের শিশুদের পক্ষে আবেদনপত্র জমা দিতে পারবেন। সেক্ষেত্রে তাদের প্রাপ্ত ভিসার ফটোকপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ ডিসেম্বর ২০১৬/মিথুন/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়