ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

এক সেকেন্ড দেরিতে শুরু হবে নতুন বছর

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০০, ৩১ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক সেকেন্ড দেরিতে শুরু হবে নতুন বছর

আন্তর্জাতিক ডেস্ক : আজ ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ডে ২০১৬ সাল শেষে নতুন বছরের ঘড়ির কাঁটা গণনা শুরু হওয়ার কথা। কিন্তু নতুন বছর শুরু হবে ১ সেকেন্ড দেরিতে।

 

২০১৬ সালের শেষে এবং ২০১৭ সালের শুরুতে ‘লিপ সেকেন্ড’ হবে এবার। পৃথিবীর ঘূর্ণনগতি মুহূর্তসম কম হওয়ায় তা পুষিয়ে নিয়ে নতুন বছরে নিখুঁত সময় গণনায় এক সেকেন্ড দেরিতে শুরু হবে নতুন বছর।

 

লিপ সেকেন্ডের কারণে ২০১৬ সাল শেষ হবে যখন ঘড়ির কাঁটা রাত ১২টা ৫৯ মিনিট ৬০ সেকেন্ডে স্থির হবে। ২০১৫ সালের জুন মাসে সবশেষ ‘লিপ সেকেন্ড’ হয় এবং এ পর্যন্ত ২৭ বার এ ঘটনা ঘটল।

 

আনবিক ঘড়ির তুলনায় আদর্শ সময় গণনায় এক সেকেন্ডের পার্থক্য হওয়ায় এ পরিবর্তন করা হচ্ছে। যুক্তরাজ্যের সময় গণনায় দায়িত্বে নিয়োজিত দি ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি (এনপিএল) আদর্শ সময় নির্ধারণে আনবিক ঘড়ি ব্যবহার করে থাকে। পৃথিবীর ঘূর্ণনে সময় বেশি-কম হলে লিপ সেকেন্ড দিয়ে তা পূরণ করা হয়।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৬/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়