ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভারতের বিরুদ্ধে মামলা করবে পাকিস্তান!

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ৩১ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতের বিরুদ্ধে মামলা করবে পাকিস্তান!

ভারতের ও পাকিস্তানের ম্যাচের একটি দৃশ্য

ক্রীড়া ডেস্ক : ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। তিনি জানিয়েছেন চুক্তি অনুযায়ী ২০১৪ সালের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ না খেলায় ভারতের বিপক্ষে আদালতে যাবেন তিনি। ক্ষতিপূরণ চাইবেন।

 

দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী ২০১৫ সাল থেকে ২০২৩ সালের মধ্যে পাকিস্তানের বিপক্ষে ভারতের ৬টি সিরিজ খেলার কথা রয়েছে। কিন্তু ২০০৭ সাল থেকে দুটি দেশের মধ্যে কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না। ২০০৮ সালে মুম্বাইতে হামলার পর দুটি দেশের দ্বিপাক্ষিক সিরিজ হুমকির মুখে পড়ে। চুক্তি অনুযায়ী ২০১৫ সালে ভারতের প্রতিবেশি দেশ পাকিস্তান সফরের কথা ছিল। আর ২০১৭ সালে পাকিস্তানের প্রতিবেশি দেশ ভারত সফরের কথা ছিল। কিন্তু ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড পাকিস্তান সফরে যাওয়া দূরের কথা নিরপেক্ষ ভেন্যুতেও পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি হচ্ছে না। তাদের অভিযোগ ভারত সরকার পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে অনাপত্তিপত্র দিচ্ছে না।

 

এ বিষয়ে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান বলেন, ‘ইতিমধ্যে দুটি সিরিজ বকেয়া হয়ে গেছে। আমরা শিগগিরই বিসিসিআইকে আনুষ্ঠানিভাবে চিঠি দিব। তারা যদি সেটাতে সাড়া না দেয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিব। ক্ষতিপূরণ দাবি করব।’

 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি এ বিষয়ে বলেন, ‘ঘরের মাঠে পাকিস্তানের ছয়টি সিরিজ হওয়ার কথা ছিল। সেগুলো না হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড ২০০ মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে। দুটি দেশ গেল সেপ্টেম্বরে যুদ্ধের দ্বারপ্রান্তে গিয়ে উপনীত হয়েছিল। দ্বিপাক্ষিক কোনো সিরিজ হচ্ছে না। এতে আমরা ক্ষতির সম্মুখীন হওয়ার পাশাপাশি ক্রিকেটও ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৬/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়