ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পশ্চিমা পোশাকের কারণেই নারীরা লাঞ্ছিত

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ৩ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পশ্চিমা পোশাকের কারণেই নারীরা লাঞ্ছিত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ব্যাঙ্গালুরুতে বর্ষবরণের রাতে ভিড়ের মধ্যে যৌন নিপীড়নের ঘটনায় নারীদের ‘পশ্চিমাদের মত পোশাক’ পরাকে দায়ী করেছেন কর্নাটক রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর। এ ঘটনায় ভারতজুড়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই পদত্যাগ দাবি করেছেন পরমেশ্বরের।

 

ব্যাঙ্গালুরু থেকে প্রকাশিত একটি পত্রিকায় নববর্ষের রাতের কয়েকটি ছবি প্রকাশ করা হয়। এতে নারীদের কাঁদতে এবং ভিড়ের মধ্যে পুরুষদের হাতে শারীরিকভাবে নিপীড়নের শিকার হওয়ার বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করতে দেখা যায়।

 

এ ঘটনায় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেন, ‘তরুণদের একটি বিশাল অংশ জমায়েত হয়েছিল। তরুণরা পশ্চিমাদের শুধু মানসিকভাবেই নকল করছে না, তারা পোশাক-আশাকের নকল করছে। তাই কিছু বিশৃঙ্খলা হয়েছে। কয়েকজন নারী লাঞ্ছিত হয়েছে। এ ধরণের ঘটনা ঘটেই থাকে।’

 

এ মন্তব্যের পরই নাগরিক সংগঠনগুলো মন্ত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তার পদত্যাগও দাবি করেন।

 

নারীদের জন্য জাতীয় কমিশনের প্রধান ললিতা কুমারামাঙ্গালাম স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেন, ‘আমি মন্ত্রীর কাছে জানতে চাই, ভারতীয় পুরুষরা কি এতোটাই দুর্বল ও নির্লজ্জ যে তারা পশ্চিমা পোশাক পরিহিত কোনো নারীকে দেখলেই আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে?’

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩ জানুয়ারি ২০১৬/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়