ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গোপালপুরে নির্বাচনী সংঘর্ষে আহত ১০

সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ৩১ মার্চ ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালপুরে নির্বাচনী সংঘর্ষে আহত ১০

গোপালপুর উপজেলার ডুবাইল কেন্দ্রে প্রকাশ্যে ব্যালটে সিল মারা হচ্ছে

জেলা প্রতিবেদক
টাঙ্গাইল, ৩১ মার্চ : গোপালপুর উপজেলার বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি- সমর্থিত প্রার্থীর সমর্থকদের নির্বাচনী সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

এজেন্টদের সামনে ভোট না দেওয়ায় কথা-কাটাকাটির একপর্যায়ে এসব সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সেখানে ব্যালট পেপারে সিল মারা হচ্ছে, আর ভোটাররা ভোট দিতে এলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। প্রিজাইডিং অফিসারদের সামনেই সরকারি দলের প্রার্থীদের এজেন্টরা ভোটারদের ভোট দিতে বাধ্য করছেন।

দুপুরে উপজেলার ডুবাইল, বাইশকাইল, আলিয়া মাদ্রাসা, গান্দিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হয়েছেন।

এদিকে জাল ভোটের সংবাদ সংগ্রহ করতে গেলে উপজেলা ডুবাইল কেন্দ্রে সংবাদকর্মীদের ওপর চড়াও হন সরকারি দলের প্রার্থীর সমর্থকরা। এ সময় কেন্দ্র ত্যাগ করতে সংবাদকর্মীদের বাধ্য করেন তারা।



রাইজিংবিডি/সিফাত/দিলারা/আবু মো.

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়