ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সুশীল সমাজের মানববন্ধনে বাধা

নিয়াজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ৩ মে ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুশীল সমাজের মানববন্ধনে বাধা

সুশীল সমাজের প্রতিনিধিদের মানববন্ধনে পুলিশ বাধা

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৩ মে : অপহরণের প্রতিবাদে জাতীয় সংসদ ভবনের সামনে সুশীল সমাজের প্রতিনিধিদের মানববন্ধনে পুলিশ বাধা দিয়েছে।

শনিবার বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে এ মানববন্ধন হবার কথা ছিল।

জানা যায়, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সহ আরো কয়েকটি সামাজিক সংগঠন মানববন্ধন করতে চাইলে পুলিশ তা করতে দেয়নি। মাববন্ধনে অংশ নিতে বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক, আসিফ নজরুল, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জানসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন।

মঙ্গলবার একই স্থানে পুনরায় মানববন্ধন ডেকেছে সুজন।

 

রাইজিংবিডি/নিয়াজ/কে. শাহীন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়