ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করদাতাদের সুবিধার্থে রাত ৮টা পর্যন্ত ব্যাংক খোলা

আশরাফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৪, ৩০ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করদাতাদের সুবিধার্থে রাত ৮টা পর্যন্ত ব্যাংক খোলা

অর্থনৈতিক প্রতিবেদক : করদাতাদের রিটার্ন জমা দেওয়ার সুবিধার্থে আজ বুধবার রাত ৮টা পর্যন্ত ব্যাংকগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

এর আগে মঙ্গলবারও রাত ৮টা পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংক খোলা ছিল।

 

মঙ্গলবার ও বুধবার দেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখার জন্য মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ব্যাংক একটি নির্দেশনা জারি করে।

 

কেন্দ্রীয় ব্যাংকের অব সাইট সুপারভিশন বিভাগের উপমহাব্যবস্থাপক মো. ইব্রাহিম ভূঁইয়া সাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ‘করদাতাদের আয়কর দেওয়ার সুবিধার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে।’

 

নির্দেশনাটি সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

 

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, করদাতাদের আয়কর দেওয়ার সুবিধার্থে উল্লিখিত দুই দিন রাত ৮টা পর্যন্ত চালান বা পে-অর্ডার সুবিধা চালু রাখতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তা সাপেক্ষে ওই দুই দিন রাত ৮টা পর্যন্ত সব ব্যাংকের শাখা খোলা রাখতে হবে।

 

প্রসঙ্গত, ২০১৬-১৭ করবর্ষে ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন জমা দেওয়ার আজ ৩০ নভেম্বর বুধবার শেষ দিন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ নভেম্বর ২০১৬/আশরাফ/হাসান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়