ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আশুগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

সমীর চক্রবর্তী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫১, ২৬ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আশুগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে।

 

এ ঘটনায় পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) শারফিন আহত হয়েছেন।গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

রোববার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের  সোনারামপুরে এ ঘটনা ঘটে।

 

নিহতের নাম শরীফ (২৮)। পুলিশ দাবি করেছে, শরীফ ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় ডাকাতি ও বিস্ফোরক আইনে আটটি মামলা রয়েছে। সে আশুগঞ্জের চরচারতলা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

 

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, কার্তুজ, কার্তুজের খোসা ও তিনটি রাম দা উদ্ধার করেছে।

 

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. সেলিম উদ্দিন জানান, গভীর রাতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে মারা যায় শরীফ। এ সময় আশুগঞ্জ থানায় কর্মরত এএসআই শারফিন গুরুতর আহত হয়। তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

রাইজিংবিডি/ব্রাহ্মণবাড়িয়া/২৬ ডিসেম্বর ২০১৬/সমীর চক্রবর্তী/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়