ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সীতাকুণ্ড পর্যন্ত ওয়াসার পাইপ লাইন সম্প্রসারণ হচ্ছে

রেজাউল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৮, ১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সীতাকুণ্ড পর্যন্ত ওয়াসার পাইপ লাইন সম্প্রসারণ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড পর্যন্ত ওয়াসার পানির পাইপ লাইন সম্প্রসারণের কাজ হয়েছে।

 

শনিবার থেকে এই প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ।

 

এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭৮ কোটিা টাকা। প্রকল্পে অর্থ সহায়তা করছে বিশ্বব্যাংক।

 

একেএম ফজলুল্লাহ বলেন, ওয়াসার পানি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ১০৭৮ কোটি টাকার নতুন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় এবার ওয়াসার লাইন সম্প্রসারণ করে জেলার সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ার বিএমএ গেট পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। শনিবার চট্টগ্রামের অলংকার মোড় থেকে ভাটিয়ারি পর্যন্ত ২২৫ মিলিমিটার এইচডিপিই ও ৫০০ মিলিমিটার ডিআই পাইপ লাইন স্থাপন কাজ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রামবাসী আরো ৯ কোটি লিটার পানি পাবে। ২০১৮ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হবে।

 

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/১ জানুয়ারি ২০১৭/রেজাউল/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়