ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিচারপতি ও এমপির মৃত্যুতে মন্ত্রিসভায় শোক

নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৪, ২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিচারপতি ও এমপির মৃত্যুতে মন্ত্রিসভায় শোক

সচিবালয় প্রতিবেদক : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান এবং দুর্বৃত্তদের গুলিতে নিহত গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের পৃথক শোকপ্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে।

 

সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

 

পরে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

 

রোববার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান (৬১) মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিনি দুই ছেলে ও স্ত্রী রেখে গেছেন।

 

এদিকে শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনকে বাড়িতে ঢুকে গুলি করে দুর্বৃত্তরা। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২ জানুয়ারি ২০১৭/নঈমুদ্দীন/হাসান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়