ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

আরেক মামলায় ছাত্রলীগের সেই দুই নেতার জামিন মঞ্জুর

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আরেক মামলায় ছাত্রলীগের সেই দুই নেতার জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে ফুটপাতের দোকান উচ্ছেদের সময় অবৈধ অস্ত্র দিয়ে গুলি ছোঁড়া ছাত্রলীগের সেই দুই নেতার আরেক মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত।

পল্টন থানায় করা মামলায় বৃহস্পতিবার আসামিদের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী সাইদুর রহমান মানিক।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ জামিনের আদেশ দেন। এর ফলে তাদের মুক্তিতে আর বাধা নেই।

আসামিরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) আশিকুর রহমান।

বুধবার এ মামলায় তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই ওবায়দুর রহমান তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।

এর আগে গত সোমবার শাহবাগ থানার একটি মামলায় জামিন পান তারা।

প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ গত বছরের ২৭ অক্টোবর গুলিস্তানের ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে যায়। এ সময় ডিএসসিসির কর্মচারী ও একদল যুবকের সঙ্গে ওই এলাকার হকারদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় সাব্বির হোসেন ও আশিকুর রহমানকে ফাঁকা গুলি করতে দেখা যায়। গুলি ছোঁড়ার ওই ছবি গণমাধ্যমে প্রকাশের পর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি দুজনকেই বহিষ্কার করে।

ওই ঘটনায় তাদের বিরুদ্ধে পল্টন থানায় একটি এবং শাহবাগ থানার আরেকটি মামলা করা হয়।



রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৭/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়