ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লজ্জার মাইলফলকে আর্সেনাল

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০১, ১৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লজ্জার মাইলফলকে আর্সেনাল

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে গতকাল রাতে বায়ার্ন মিউনিখের মুখোমখি হয় আর্সেনাল।

ওই ম্যাচে জার্মান জায়ান্ট বায়ার্নের বিপক্ষে ৫-১ ব্যবধানে লজ্জাকরভাবে হেরেছে আর্সেনাল। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় এ হারের ফলে চ্যাম্পিয়ন্স লিগে এক অপ্রত্যাশিত মাইলফলকে পা রেখেছে গানাররা।

বার্য়ানের বিপক্ষে ৫ গোল হজমের পর চ্যাম্পিয়ন্স লিগে এখন আর্সেনালের মোট গোল হজমের সংখ্যা ২০০টি। ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাব হিসেবে আর্সেনালই প্রথম ২০০ গোল হজমের মাইলফলকে পৌছল।

অ্যালিয়েঞ্জ অ্যারেনায় গতকাল রাতে বায়ার্নের হয়ে জোড়া গোলের দেখা পান থিয়াগো আলকানতারা। এছাড়া একটি করে গোল করেন থমাস মুলার, রবার্ট লেভানডফস্কি ও আরিয়েন রোবেন। আর্সেনালের হয়ে সান্তনামূলক একটি গোল করেন চিলিয়ান তারকা অ্যালেক্সিস সানচেজ।

৮ মার্চ চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগে অ্যামিরেটস স্টেডিয়ামে বায়ার্নাকে আতিথ্য দেবে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। প্রথম লেগে ৫-১ ব্যবধানে পিছিয়ে থাকার ফলে চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে দ্বিতীয় লেগে অভাবনীয় কিছু করে দেখাতে হবে উত্তর লন্ডনের ক্লাব আর্সেনালকে।



রাইজিংবিডি/ঢাকা/১৬ ফেব্রুয়ারি ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়