ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিনা মূল্যে ভৌতিক সিনেমা দেখার ৬ ওয়েবসাইট

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৮, ২০ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিনা মূল্যে ভৌতিক সিনেমা দেখার ৬ ওয়েবসাইট

প্রতীকী ছবি

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : অনেকেরই পছন্দ ভৌতিক বা ভয়ের সিনেমা (হরর মুভি), যদিও তা বিশ্বের সেরা চলচ্চিত্র রীতির প্রতিনিধিত্ব করে না।

আনন্দের বিষয় হচ্ছে, ইন্টারনেটের মাধ্যমে নানা ধরনের ভয়ের সিনেমা খুব সহজেই দেখা যায়। নেটফ্লিক্স বা অন্যান্য অনেক সাইটে মূল্য পরিশোধ করা লাগে সিনেমার দেখার ক্ষেত্রে। কিন্তু আপনি যদি বিনা মূল্যে ভয় পেতে চান বা বন্ধুদের সঙ্গে বসে পুরোনো ভৌতিক সিনেমা উপভোগ করতে চান, তাহলে এ ধরনের কিছু ওয়েবসাইট এবার জেনে নিন।


এই সাইটটি শুধুমাত্র হরর মুভি নিয়েই। এখানে রেট্রো ভিশন সাইটটির তুলনায় আধুনিক সময়ের হরর মুভি রয়েছে। যার বেশিরভাগই স্বল্প বাজেটের ফিল্ম। সাইটটিতে ক্যাটাগরিভিত্তিক মুভি সাজানো রয়েছে। যেমন ‘অল টাইম স্কেয়ার্স’, ‘ক্রিয়েচার ফিচার’, ‘সেক্সি হরর’।


সাইটটি অসংখ্য হরর মুভি এবং টিভি শো রয়েছে। সবগুলোই বিনা মূল্যে দেখা যাবে তবে বিজ্ঞাপন দেখার সামান্য ঝামেলা পোহাতে হবে।

ইউটিউব ভুলে যাবেন না!
ইউটিউবে অনেকেই পূর্ণাঙ্গ মুভি আপলোড করে থাকেন। কখনো কখনো সময় কপিরাইট ইস্যুতে আপলোডের পরপরই ইউটিউব কর্তৃপক্ষ তা সরিয়ে ফেলে। তারপরও আপনি কয়েক শত পূর্ণাঙ্গ হরর মুভি দেখতে পারবেন ইউটিউবে। ‘horror movies’ লিখে সার্চ দিলেই হবে।

তথ্যসূত্র: মেকইউজঅব



রাইজিংবিডি/ঢাকা/২০ জানুয়ারি ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়