ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গার্মেন্টস কর্মীদের জন্য অ্যাপস তৈরি করল কেয়ার

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৯, ১৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গার্মেন্টস কর্মীদের জন্য অ্যাপস তৈরি করল কেয়ার

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : নারীদের সহজতর অর্থনৈতিক শিক্ষাবিষয়ক অ্যাপস ‘সঞ্চিতা’ তৈরি করেছে বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ। ১৬ মার্চ বৃহস্পতিবার, ঢাকার স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অ্যাপসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহিলা ও শিশু প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী এমপি।

প্রাথমিকভাবে পোষাক তৈরি শিল্পের সঙ্গে জড়িত নারীকর্মীদের জন্য বিশেষায়িতভাবে বাংলায় অ্যাপসটি তৈরি করা হয়েছে। শুক্রবার থেকে অ্যাপসটি গুগল প্লেস্টোর থেকে বিনা মূল্যে ডাউনলোড যাবে।

অ্যাপসটিতে ছয়টি বিভাগ রয়েছে, সেগুলো হল- অর্থনৈতিক ব্যবস্থাপনা, সঞ্চয়, ক্রেডিট, বিনিয়োগ, অর্থনৈতিক প্রতিষ্ঠান ও ব্যাংকিং। নারীরা যাতে তাদের আয়ের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে, পারিবারিক অর্থনৈতিক পরিকল্পনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়ে তার মতামত প্রকাশ করতে পারে সেজন্য এই অ্যাপসটি তাদের সাহায্য করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএন ওমেন এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ক্রিস্টিন হান্টার। স্বাগত বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর জেমীটারজি।



রাইজিংবিডি/ঢাকা/১৬ মার্চ ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়