ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আশুগঞ্জে সরকারি চাউলসহ ৫ জন আটক

সমীর চক্রবর্তী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ২০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আশুগঞ্জে সরকারি চাউলসহ ৫ জন আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৪০ মেট্রিক টন চাউলসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব।

উপজেলার সদর ইউনিয়নের আলমনগর থেকে আজ সোমবার সকালে তাদের আটক করা হয়। তারা হলেন- রাইস মিল মালিক কামাল মিয়া, ট্রাক চালক জসিম উদ্দিন, আবদুস ছাত্তার ও রানা এবং মুসলিম মিয়া।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কমান্ডার শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, নরসিংদী জেলা সদরের শিবপুর ও শেরপুর থেকে দুটি ট্রাকে করে সরকারি চাউল আশুগঞ্জে নিয়ে আসা হচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল সকালে আশুগঞ্জ সদর ইউনিয়নের আলমনগরের মক্কা-মদিনা এগ্রো রাইস মিলে অভিযান চালায়। অভিযান চলাকালে রাইস মিলের সামনে থাকা দুটি ট্রাক থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৮০০ বস্তা (৪০ মেট্রিক টন) চাল উদ্ধার করা হয়।

এ ঘটনায় মিল মালিক, দুই ট্রাকের চালক এবং চালকের সহযোগীদের আটক করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

রাইজিংবিডি/ব্রাহ্মণবাড়িয়া/২০ মার্চ ২০১৭/সমীর চক্রবর্তী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়