ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

উভয় পাশ স্ক্যান সুবিধার স্ক্যানার

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ২৩ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উভয় পাশ স্ক্যান সুবিধার স্ক্যানার

বিজ্ঞান-প্রযু্ক্তি ডেস্ক : একবারেই কাগজের উভয় পিঠ স্ক্যান করার সুবিধা সমন্বিত ইপসন ডিএস ৫২০ মডেলের স্ক্যানার দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স।

এই স্ক্যানারটি দিয়ে ৮.৫০ ইঞ্চি প্রস্থের এবং ৩৬ ইঞ্চি পর্যন্ত দৈর্ঘ্যের কাগজ করা যাবে। অর্থাৎ এ-ফোর, লেটার ও লিগ্যাল পেপারই নয়, পাশাপাশি জমির দলিল, ব্রডশিট কাগজের দৈনিক পত্রিকা, সাইটের নকশার ডিজিটাল সংস্করণ প্রস্তুত করতেও স্ক্যানারটি ব্যবহার করা যাবে।

স্ক্যানারটি মিনিটে ৩০টি পাতা বা ৬০টি ছবি স্ক্যান করতে সক্ষম। দৈনিক ৩ হাজার পাতা স্ক্যান করা যাবে। স্ক্যানকৃত ছবির আউটপুট রেজ্যুলেশন ১২০০ ডিপিআই এবং ২১৬০০ পিক্সেল পর্যন্ত। এছাড়াও অপটিক্যাল ক্যারেক্টর রিকগনিশনের (ওসিআর) কাজেও প্রচলিত স্ক্যানারের চেয়ে সূক্ষ্মভাবে কাজ করে।  এক বছরের বিক্রয়োত্তর সেবাযুক্ত ইপসন ডিএস ৫২০ স্ক্যানারের দাম ৪৫ হাজার টাকা।



রাইজিংবিডি/ঢাকা/২৩ মার্চ ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়