ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফেসবুক কমেন্টে জিফ বাটন!

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ২৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেসবুক কমেন্টে জিফ বাটন!

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : অ্যানিমেশন ছবি হিসেবে খ্যাত জিফ ফরম্যাটের ছবি অনেকেরই পছন্দ। তবে ফেসবুকে ব্যবহারকারীরা কমেন্টে জিফ (গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট) ছবি ব্যবহার করতে না পারলেও, খুব শিগগির হয়তো পারবেন।

এনগ্যাজেটের খবরে বলা হয়েছে, জিফ বাটন নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক। এই বাটন কমেন্টে জিফ পোস্ট করার সুবিধা দেবে।

জিফ ফরম্যাটের ছবি সকলেই যে পছন্দ করে তা নয়। তবে গুরুত্বপূর্ণ সব মেসেজিং অ্যাপেই জিফ ছবির ব্যবহার রয়েছে। অ্যাপলের আইম্যাসেজ, টুইটার এমনকি ফেসবুকের মেসেঞ্জারেও এই অ্যানিমেশন ফরম্যাটের ছবি ব্যবহার করা যায়। কমেন্ট হিসেবে টেক্সট বা ইমোজির পরিবর্তে জিফের ব্যবহারও বাড়ছে।

ফেসবুকের এক মুখপাত্র বলেন, ‘সুন্দর জিফ সকলেই পছন্দ করে এবং আমরা জানি মানুষজন কমেন্টে তা ব্যবহার করতে আগ্রহী। তাই আমরা কমেন্টে জিআইএফ ফরম্যাটের ছবি চালু বিষয়টি আপাতত পরীক্ষা করে দেখছি।’

আগামী সপ্তাহে কিছু ফেসবুক ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে কমেন্টে জিফ উন্মুক্ত করবে ফেসবুক, যা বর্তমানে মেসেঞ্জারে যেভাবে অপশন রয়েছে, সেভাবেই ব্যবহার হবে। অর্থাৎ জিফি বা টেনর-এর মতো জিফ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো থেকে জিফ নিয়ে কমেন্টে পোস্ট করার সুযোগ দেবে। পাশাপাশি নির্দিষ্ট প্রতিক্রিয়ার জন্য সার্চ করা যাবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়